নিজস্ব সংবাদদাতা: এখন বদলাচ্ছে ছবি, সিরিজের চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। নিজেদের নতুন করে আবিষ্কার করতে এই পথ ধরে এগিয়ে চলছেন তারকারাও।

 

 

রহস্যের সঙ্গে ফুটে উঠছে এক সময়ের ঘটে যাওয়া কোনও ঘটনা। যা আজ সময়ের বালিতে চাপা পড়ে রয়েছে। তেমনই এক গল্পের ভাবনায় পরিচালক অভিরূপ ঘোষ। এর আগে অভিরূপের পরিচালনায় 'ওঝা' সিরিজটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'তে। 

 

 

এবার এক সত্য ঘটনা অবলম্বনে একটি ছবির পরিকল্পনায় পরিচালক। বাংলার বাইরে ঘটে যাওয়া এক ঘটনায় কলকাতা ও আশপাশের অঞ্চলে কী প্রভাব পড়েছিল সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। সূত্রের খবর, গল্পে এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ভাবা হয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। অন্যদিকে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সৌরভ দাসকে। 

 

 

এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও। অভিনেতা নির্বাচন পর্ব শেষ হলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি।