নিজস্ব সংবাদদাতা: ইদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দু’টি ছবি— ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। 'অন্তরাত্মা'য় শাকিবের বিপরীতে রয়েছেন টলিপাড়ার অভিনেত্রী দর্শনা বণিক। এই ছবিতেই শাকিবের সঙ্গে প্রথম অভিনয় দর্শনার। ২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় ছবির শুটিং হয়। বাংলা দেশের 'কিং খান' শাকিব খানের জন্মদিনে সহ-অভিনেতাকে শুভেচ্ছাবার্তা জানালেন দর্শনা।
আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানান, এই ছবিতে শাকিবের সঙ্গে কাজ তাঁর কাছে অন্যতম প্রাপ্তি। দর্শনার কথায়, "খুবই ভাল মনের মানুষ। কিন্তু তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি। শাকিবের সঙ্গে কাজ করতে গিয়ে এই ছবিতে একাধিক স্মৃতি তৈরি হয়েছে। তবে আলাদা করে মনে রয়ে গিয়েছে তা হল শাকিবের তারকাসত্তা।"
দর্শনা বলেন, "খুব মাটির মানুষ। ফ্লোরে আসলেই সবাইকে হাসি-মজায় মাতিয়ে রাখতেন। বাংলাদেশের মানুষের অতিথি আপ্যায়নের কোনও তুলনা হয় না। ফ্লোরের সবাই খুব আন্তরিক ছিলেন। শাকিবের মতো ভাল মনের মানুষ দুটো হয় না। তাই জন্মদিনে একটাই কামনা, আরও ভাল কাজ করুক। খুব ভাল থাকুক শাকিব।"
