নিজস্ব সংবাদদাতা: একসময় ছেলে আদিত্য সেনগুপ্তর হাত ধরে ছেড়েছিলেন দম বন্ধ করা দাম্পত্য। বেরিয়ে এসেছিলেন মুক্ত বাতাসের খোঁজে। মা খেয়ালী দস্তিদারের সঙ্গে পরিস্থিতির রদবদল বুঝতে শিখেছিলেন ছোট্ট আদিত্যও। ঠিক সেই সময় তাঁদের চলার পথে সঙ্গী হন অরিন্দম গাঙ্গুলি। 

 

 

দেখতে দেখতে তিনজন কাটিয়ে ফেললেন ২৫ বছর। জীবনের এক অধ্যায়ের ২৫ বছর পেরিয়ে এদিন উদ্‌যাপনে মাতলেন খেয়ালী-অরিন্দম-আদিত্য ও তাঁদের কাছের মানুষরা। দাম্পত্যের রজত জয়ন্তীতে 'জীবনে কী পাব না' গানের তালে পা মেলালেন অরিন্দম। পাশে বসে অরিন্দমের সঙ্গে তাল মেলালেন খেয়ালীও। এই সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করলেন ছেলে আদিত্য। 

 

সমাজমাধ্যমে সেই ভিডিও ভাগ করে আদিত্য লেখেন, "হাসি, মজা, একসঙ্গে খাওয়া-দাওয়ার ২৫ বছর। নিঃস্বার্থ ভালবাসা, সমস্ত সমস্যা অনায়াসে সমাধান থেকে চার দেওয়ালের মধ্যে কাটানো সবচেয়ে আনন্দের সময়ের সাক্ষী এই ২৫ বছর। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মা-বাপি।"

 


দাম্পত্যের ২৫ বছর কেমন ছিল? ফিরে দেখা স্মৃতির পাতায় কোন মুহূর্ত সবচেয়ে উজ্জ্বল? আজকাল ডট ইন-কে খেয়ালী দস্তিদার বলেন, "আমাদের প্রতিদিন বড্ড অন্যরকম। রোজ ভালবাসা বেড়েছে। বন্ধুত্ব বেড়েছে। তাই একঘেয়ে লাগেনি, বরং নতুন করে নিজেদের আবিষ্কার করেছি। আসলে আমার মনে হয়, এখনকার সম্পর্কে অপেক্ষা নেই, লজ্জা নেই, শ্রদ্ধা নেই তাই ভালবাসায় এত অভিযোগ। আমাদের সময় এইরকম ছিল না। তাই হয়তো ভালবাসাটা একটু সহজ ছিল। তাই ২৫টা বছরের প্রতিটা আমাদের কাছে খুব অভিনব ছিল।"