নিজস্ব সংবাদদাতা: কেরিয়ার শুরু হয় ক্যামেরার পিছনে সহ পরিচালকের ভুমিকায়। এরপর একে একে টেলিভিশন থেকে ওটিটি, বড়পর্দায়ও নজর কেড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। কিন্তু কবে আবারও ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রশ্ন দর্শকমনে।
অনেকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো, ছোটপর্দায় ফেরার জন্য নাকি জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন তৃণা। সূত্রের খবর, 'এসভিএস' প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এক ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই নাকি টেলিভিশনে ফিরতে চলেছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই খবর এসেছিল, এবার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তৃণা। এই খবর ভুয়ো বলেই আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানিয়েছিলেন। তবে ছোটপর্দায় ফেরার খবর অস্বীকার করেননি তিনি। কথাবার্তা চললেও এখনও চূড়ান্ত কিছু হয়নি বলেই জানিয়েছেন। সূত্রের খবর, নতুন ধারাবাহিক নিয়ে ফের স্টার জলসায় ফিরছেন তৃণা।
স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন পোশাক বিপননী সংস্থা। নাম ‘ক্লথ বাই তৃনীল’। বর্তমানে এই সংস্থাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। সেই সঙ্গে চলছে নতুন কাজের পরিকল্পনাও। এর আগে তৃণা বলেছিলেন, "প্রেম থেকে থ্রিলার এমনকী কমেডি সব ঘরানায় কাজ করেছি। এবার নিজেকে নেতিবাচক চরিত্রে দেখা ইচ্ছা আছে। নেতিবাচক চরিত্রে অভিনয় আমি কতটা ফুটিয়ে তুলতে পারি সেটা জানার খুব ইচ্ছা। সুযোগ পেলে পুরো নেতিবাচক না হলেও ধূসর চরিত্রে অভিনয় করব।"
ছোটপর্দায় তৃণার ফেরার খবর পাকা হলেও, তাঁর বিপরীতে কোন নায়ককে দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি।
