সংবাদ সংস্থা মুম্বই: মাধবনের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত। ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ এর প্রায় ১০ বছর পর ফের একবার এই জুটির রসায়ন পর্দায় দেখতে পাবেন দর্শক। এই ছবির শুটিং শুরু ঘোষণা নিজেই সমাজমাধ্যমে সারলেন কঙ্গনা। তবে একটু অন্যভাবে। চেন্নাইয়ে শুটিংয়ের সেট থেকে একটি ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে কঙ্গনা ক্যাপশনে লিখলেন, “ফিল্ম সেটে থাকার মতো আনন্দ আর কোথাও নেই।” ক্ল্যাপ্সটিক থেকেই জানা গেল ছবির পরিচালক বিজয় এবং প্রযোজক আর রবীন্দ্রন। তবে এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবির নাম এখনও যে চূড়ান্ত হয়নি তাও স্পষ্ট। আপাতত এই ছবির নাম রাখা হয়েছে, ‘প্রোডাকশন নম্বর: ১৮’। এই ছবির চিত্রনাট্য যে ‘বেশ অন্যরকম’ সেকথাও জানিয়েছেন ‘এমার্জেন্সি’ ছবিখ্যাত এই অভিনেত্রী।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ‘এমার্জেন্সি’ ছবির মুক্তি নিয়ে চলেছিল জোর টালবাহানা। তবে কঙ্গনা রানাউত কিন্তু একটুও বিচলিত হননি। বরং, বিন্দাস থেকে ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবির। ছবির নাম ‘ভারত ভাগ্য বিধাতা’। ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের আদি শর্মার সঙ্গে কঙ্গনা একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেন। যেখানেই নতুন ছবির খবর দিয়েছিলেন কঙ্গনা। সেই পোস্টে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়, “আমাদের প্রথম ছবিতেই কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীকে পেয়ে দারুণ খুশি! কঙ্গনার সঙ্গে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, এই সিনেমাটি আসলে দেশনায়কদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, আমাদের ব্যানারে ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের ববিতা আশিওয়াল এবং আদি শর্মাকে প্রযোজক হিসেবে নিয়ে এটাই আমাদের প্রথম ছবি।”
অন্যদিকে , কয়েকদিন আগে তাঁর পরিচালিত ছবিতে করণ জোহরকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে করণের প্রযোজনা সংস্থার ছবিতে এখনও কাজ করতে চাইবেন কি না? জবাবে অভিনেত্রী বলেন, " করণ স্যারের-ই উচিত আমার সঙ্গে কাজ করা। ওঁর অনুযায়ী ঠিকঠাক চরিত্র পাবেন উনি। ওঁকে ভাল কাজ দেব। অবশ্যই আমার এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না।" তাহলে কি এই ছবিতেও কঙ্গনা-মাধবনের পাশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছেন করণ জোহরের-ও?
