নিজস্ব সংবাদদাতা: নিজেদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে ও যৌবন ধরে রাখতে অনেক নায়িকারাই বোটক্স-এর পথ বেছে নেন। সম্প্রতি, অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে উঠেছে নানা মন্তব্য। নেটিজেনদের দাবি বোটক্সের ফলে নাকি বদলে গিয়েছে অভিনেত্রীর মুখ। এমনকী তাঁর মুখের এক পাশে পক্ষাঘাত হয়েছে বলেও দাবি করেন তারা। 


এবার এই কটাক্ষের জবাবে মুখ খুলেছেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার বিচার করার কোনও ইচ্ছেই নেই যারা নিজের চেহারায় কসমেটিকস সার্জারি করিয়ে থাকেন। আপনার শরীর আপনার পছন্দ। কিন্তু, এটা কী হচ্ছে? আমি দেখলাম আমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে আমি নাকি বোটক্স করিয়েছি এবং সেটা এখন খারাপ হয়ে গিয়েছে। আপনাদের মতে আমার হাসি সাবলীল না, কিংবা আমার কথা বলার ধরন অদ্ভুত। এখন আপনারা বলছেন, আমার একটা দিক পক্ষাঘাতগ্রস্ত? আপনারা কি মশকরা করছেন আমার সঙ্গে?"


এখানেই থামলেন না অভিনেত্রী। তিনি আরও বলেন, "এই ধরণের কুমন্তব্য যুবসমাজকে প্রভাবিত করছে। যা ভবিষ্যতের জন্য খুব খারাপ। এই কটাক্ষ শুধু মেয়েদেরই সহ্য করতে হয়। তাঁদের চেহারা, তাঁদের পছন্দ, এমনকী মহিলাদের মাতৃত্বকালীন অবস্থায় তাঁদের স্ফীতোদর নিয়েও নানা মন্তব্য করা হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।"