২০১৯ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'লাইম অ্যান্ড লাইট'। 'লাইম অ্যান্ড লাইট' হল একটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ছবিতে ঋতুপর্ণা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এই থ্রিলারে অর্জুন চক্রবর্তী, শ্রীলা মজুমদার ও জিতু কমলের মতো অন্যান্য তারকারাও অভিনয় করেছেন। ছবিটির পরিচালনায় ছিলেন রেশমি মিত্র।  

 

 

ছবির গল্পে একজন সংগ্রামী জুনিয়র শিল্পী যখন একজন সুপারস্টারের গ্ল্যামারাস জীবনে প্রবেশ করে, তখন এটি আকাঙ্ক্ষা এবং প্রতারণার একটি বিপজ্জনক খেলা শুরু হয়। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অন্বেষা দত্ত গুপ্ত। এই ছবিতেই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিটি এত বছর পর আবারও মুক্তি পাচ্ছে। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'লাইম অ্যান্ড লাইট'। 

 


ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে দেখা যাবে এই ছবিটি। অন্বেষার প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ বলে তিনিও বেশ উত্তেজিত। কিছুদিন আগেই গায়িকা থেকে নায়িকা হয়েছেন অন্বেষা দত্ত গুপ্ত! মিউজিক্যাল ছবি 'হামসাজ'-এ গায়িকা অন্বেষা দত্তগুপ্তকে দেখা গিয়েছে নায়িকার ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। ছবিতে অন্বেষার বিপরীতে রয়েছেন মহম্মদ ইকবাল।

 

আরও পড়ুন: আধো আধো বুলিতে মন্ত্রোচ্চারণ ইয়ালিনির, বোনকে আশীর্বাদ করে কোন শপথ নিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান?

 


মোট ১১টা গান আছে ছবিতে। সব ক’টারই সুর দিয়েছেন অন্বেষা। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও তাঁরই। গানের সঙ্গে এতদিন শ্রোতারা তাঁকে রিলেট করেছে এসেছেন। এরকম একটা মিউজিক্যাল ছবিতে অভিনয় করতে সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন গায়িকা। তাই অভিনয়ের ডেবিউ হিসাবে এই ছবিকেই বেছে নিয়েছেন তিনি।

 

 


বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব এর আগেও পেয়েছেন অন্বেষা। কিন্তু তখন তাঁর মনে হয়েছিল গান নিয়েই কাজ করবেন তিনি। তবে এই ছবিতে দর্শক মহলের ইতিবাচক সাড়া পেয়ে অন্বেষা জানিয়েছেন, বাংলা কিংবা হিন্দিতে যদি ছবি বা সিরিজের প্রস্তাব পান, এবার আর পিছপা না হয়ে ভেবে দেখবেন তিনি।

 

 

 

সম্প্রতি তাঁর কন্ঠে মুক্তি পেয়েছে নতুন গান। বাংলার ছেলের সুরে গায়িকার গাওয়া এই গান ইতিমধ্যেই বহু শ্রোতার মন কেড়েছে। এবার হিন্দি গান গাইলেন অন্বেষা। মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘গামন কা তু মারহাম’। রোমান্টিক এই হিন্দি গানটির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন রজত ঘোষ। গানটির কথা লিখেছেন সঙ্গীত পরিচালক রজত ঘোষ নিজেই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। এর আগে গায়িকা অন্বেষা নানা গানে শ্রোতাদের মন কেড়েছিলেন। তবে এবার তাঁর এই হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা ভাবে জায়গা করে নিয়েছেন। গানটি মুক্তি পেয়েছে ‘মুভি অ্যান্ড মিউজিক’ প্রোডাকশনের ব্যানারে।