২৩শে অক্টোবর, ৫২তম জন্মদিন উদ্যাপন করছেন বলিউড অভিনেত্রী ও ফিটনেস আইকন মালাইকা অরোরা। এই বিশেষ দিনে তাঁর কাছের বন্ধু-বান্ধব, পরিবার এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে সব ছাপিয়ে নজর কেড়েছে মালাইকার প্রাক্তন প্রেমিক, অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনের বার্তা। সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের মধ্যে থাকা উষ্ণ বন্ধুত্ব যে আজও অটুট, অর্জুনের এই পোস্টই তার প্রমাণ।
ইনস্টাগ্রামে মালাইকাকে উদ্দেশ্য করে অর্জুন কাপুর লিখেছেন এক মিষ্টি নোট। তিনি লেখেন, 'শুভ জন্মদিন মালাইকা। মন খুলে উড়তে থাকো, হাসতে থাকো, এবং সর্বদা নতুন কিছু খুঁজতে থাকো।'

এই বার্তার সঙ্গে অর্জুন তাঁদের প্যারিস ভ্রমণের একটি পুরনো ছবিও ভাগ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মালাইকা হাসিমুখে দাঁড়িয়ে আছেন, যা তাঁদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি মনে করিয়ে দেয়।
আরও পড়ুন: বিরাট খুশির খবর চিরঞ্জীবীর পরিবারে, ফের বাবা হবেন রাম চরণ! কবে দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন অভিনেতা?
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর প্রায় ছ'বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর গত বছর তাঁদের সম্পর্কের ইতি টানেন। তাঁদের বিচ্ছেদের খবর অনুরাগীদের কিছুটা হতাশ করলেও, তাঁরা দু'জনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রকাশ্যে তাঁরা কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ কথা না বললেও, সোশ্যাল মিডিয়ায় পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা প্রায়শই দেখা যেত।
প্রসঙ্গত, মালাইকা এর আগে অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের এক ছেলেও রয়েছে, আরহান খান। বিয়ে ভাঙার পরেও মালাইকা এবং আরবাজ দু'জনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছেন এবং একসঙ্গে তাঁদের ছেলের সহ-অভিভাবকত্ব পালন করছেন।
অন্যদিকে, মালাইকা অরোরার পেশাগত জীবনও এই মুহূর্তে উজ্জ্বল। সম্প্রতি তাকে ‘থামা’ ছবির ‘পয়জন বেবি’ গানে নজরকাড়া নাচে দেখা গিয়েছে। এছাড়াও তিনি বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-এর নতুন সিজনে বিচারকের আসনে রয়েছেন।
আরও পড়ুন: সুশান্তের মৃত্যু-রহস্যে নতুন মোড়! পরিবার বলল, সিবিআই রিপোর্ট ‘শুধুই প্রহসন’, ফের বিপদে রিয়া?
প্রসঙ্গত, মালাইকার জন্মদিনে অর্জুন কাপুরের এই আন্তরিক শুভেচ্ছা বার্তা প্রমাণ করে যে, সম্পর্ক শেষ হলেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে চলা সম্ভব। মালাইকার জন্মদিনে তাঁর প্রাক্তন প্রেমিকের এই শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। তাঁদের এই বন্ধুত্ব অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। তাই ফের নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন অর্জুন-মালাইকা।
