সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মালাইকার হিল্লোলে মোহিত অর্জুন!
বিচ্ছেদের পরেও চর্চায় থাকেন অর্জুন-মালাইকা। প্রাক্তনের নাচ দেখে এবার নিজেকে সামলাতে পারলেন না অর্জুন। সম্প্রতি, ছবির প্রচারে মালাইকা অরোরার টিভি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সার’-এ গিয়েছিলেন অর্জুন কাপুর। সেখানেই মঞ্চে হিট গানে নাচতে দেখা যায় মালাইকাকে। যা দেখে অর্জুন অকপটে জানান তিনি ‘বাকরুদ্ধ’।
শাহরুখ-সানিয়া সাক্ষাৎ
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী সানিয়া মালহোত্রা শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, 'দঙ্গল'-এ আমির খানের সঙ্গে কাজ করার পর থেকেই তিনি চাইতেন শাহরুখের সঙ্গে যেন একবার দেখা হয়। এরপর 'জওয়ান' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। কিন্তু তার আগে একটি অনুষ্ঠানে 'কিং খান'কে প্রথম দেখেন সানিয়া। তাঁর কথায়, "শাহরুখকে দেখা যেন ইচ্ছেপূরণের সমান।"
নতুন ভূমিকায় রিচা!
অভিনেত্রী রিচা চাড্ডা এবার চিত্রনাট্যকার। বহুদিন ধরেই নিজের লেখা চিত্রনাট্যে কাজ করার পরিকল্পনায় ছিলেন অভিনেত্রী। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার পুরোদমে তৈরি রিচা। ছবির নাম 'আখরি সোমবার'। সমাজের বিরুদ্ধে নারীর একা লড়াইয়ের গল্প এই ছবিতে ফুটিয়ে তুলবেন তিনি। জানা যাচ্ছে, মুখ্য ভূমিকায় নিজেই অভিনয় করছেন রিচা।
