নিজস্ব সংবাদদাতা: বহু বছর মঞ্চে জনপ্রিয়তা কুড়োনোর পর বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'অথৈ'। মঞ্চের মতো ছবির ক্ষেত্রেও পরিচালনার দায়িত্ব সামলেছিলেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় পরিচালক হিসাবে পথ চলা শুরু হয়েছে অর্ণর। ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, অর্পণ ঘোষালের মতো তারকারা।
নাটকের মঞ্চ থেকে অভিনয়ে যাত্রা শুরু অর্ণর। বারবার ফুটিয়ে তুলেছেন সাধারণ মানুষের জীবনগাথা। এবার প্রথমবার প্রেমের গল্প বলতে আসছেন তিনি। তাঁর পরিচালনায় হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসার গল্প ফুটিয়ে তুলবেন। সূত্রের খবর, বিশিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হতে চলেছে তাঁর এই ছবিটি। যদিও এখনও পর্যন্ত নায়ক-নায়িকার চরিত্রে কাদের দেখা যাবে তা জানা যায়নি।
এদিকে টলিপাড়ার কানাঘুষো, এবার ওয়েব সিরিজের জগতেও পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অর্ণর। জানা যাচ্ছে, বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসকে বাস্তবের প্রেক্ষাপটে তুলে ধরবেন তিনি। থাকবে বেশকিছু চমকও। তবে এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে সিরিজের কাজ। চলছে চিত্রনাট্য ঘষামাজা। বাংলার প্রথম সারির একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে অর্ণর পরিচালিত ছবি ও সিরিজটি।
