সংবাদ সংস্থা মুম্বই: ২০২০ সালে নেটফ্লিক্স কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ক্রিস হেমসওয়র্থের ছবি ‘এক্সট্র্যাকশন’। বিশ্বজোড়া দর্শকের এই ছবি ঘিরে উন্মাদনা কম ছিল না! ছবিতে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকা (ডেপুটি সাজু) হিসাবে দেখা গিয়েছিল রণদীপ হুডাকে। স্যাম হারগ্রেভ পরিচালিত সেই ছবিতে ‘থর’-এর সঙ্গে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করে নজর কেড়েছিলেন রণদীপ। হলিউডের নায়কের মুখেও শোনা গিয়েছিল রণদীপের প্রশংসা। এবার জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা তথা হলিউড-অভিনেতা  জন সিনার সঙ্গে অভিনয় করতে চলেছেন এই বলি-অভিনেতা। ছবির নাম 'ম্যাচবাক্স'। পরিচালক, সেই স্যাম হারগ্রেভ। 

 

রণদীপের কথায়, “স্যামের সঙ্গে ফের একবার কাজ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি আমি। দুরন্ত সব অ্যাকশন দৃশ্য তৈরি করতে পারে ও। সহজ কথায়, অ্যাকশন ছবি করার ওস্তাদ মানুষ। এইমুহূর্তে বুদাপেস্টে ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমার এবং স্যামের এই প্রজেক্টও ভাল লাগবে দর্শকের।”

 

প্রসঙ্গত, গত বছর অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে ভারতে এসেছিলেন জন সিনা। এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের ‘বাদশা’র সঙ্গেও। পরে সংবাদমাধ্যমে শাহরুখের বিষয়ে বলতে গিয়ে খানিক আবেগপ্রবণ হয়ে তিনি বলেছিলেন, “তিনি অসাধারণ। একই সঙ্গে সহানুভূতিশীল ও দয়ালু। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।”

 

উল্লেখ্য, গত ২২ মার্চ ২০২৪, মুক্তি পেয়েছিল রণদীপের ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিটি। ছবিতে ‘যমুনা বাই সভারকার’-এর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন অমিত শিয়ল, চেতন স্বরূপ, রাজেশ খেরা ও অন্যান্যরা। বক্স অফিসে একেবারেই সাফল্যের মুখ দেখেনি সেই ছবি।