নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ঝটিকা সফরে এলেন বলি অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সেই ঝলক সমাজমাধ্যমে ভাগ করেছেন তিনি। কলকাতার অলিগলি পেরিয়ে কুমোরটুলির গন্ধ মাখলেন নিজের গায়ে। টুইঙ্কেলের ভিডিওতে দেখা যায় সেই ছবি।
ক্যাপশনে অক্ষয়-পত্নী লেখেন, 'খুব কম সময়ের জন্য কলকাতায় আসা। তবে আমি সৌভাগ্যবান যে কলকাতার কুমোরটুলিতে কিছুটা সময় কাটাতে পেরেছি। এই কুমোরটুলিতে দুর্গাপুজোয় তৈরি করা হয় শতাধিক মূর্তি। এখানে বেশ অনেকটা সময় কুমোরদের সঙ্গে গল্প করেছি, শুনেছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে কীভাবে নিজেদের শিল্পকে ধরে রেখেছেন তাঁরা। তবে শুধু ঘোরাঘুরি নয়, পেটপুরে খেয়েছি আর বেশ কয়েকটি শোলার কারুকার্য করা গয়নাও কিনেছি।'
ওই ভিডিওতে অভিনেত্রীকে নীল জিন্স এবং নীল ব্লেজার পরে কলকাতা জুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। পরিতক্ত কবরস্থান থেকে শুরু করে চার্চ, সবকিছুই ঘুরে দেখেছেন তিনি। তবে শুধু ঘুরে বেড়ানো নয়, কলকাতায় এসে হ্যান্ডলুম শাড়িও যে তিনি কিনেছেন তিনি। স্থানীয় খাবারও চেখে দেখেছেন টুইঙ্কল স্থানীয় খাবারও চেখে দেখেছেন টুইঙ্কল, খেয়েছেন গলদা চিংড়িও। জানিয়েছেন, কলকাতার একটি জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন তিনি। ঝটিকা সফরে এসে তিলোত্তমার বেশকিছু রসদ সঙ্গে নিয়ে লেখিকা, অভিনেত্রী ফিরলেন মায়ানগরীতে।
