সিরিজ হোক বা ওয়েব ফিল্ম, ওটিটির জুরি মেলা ভার। ওটিটির পর্দায় নানা ধরনের গল্প দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক মহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে তাই বিভিন্ন ঘরানার সিরিজ, ওয়েব ফিল্ম আসে। মোবাইল ফোন থেকে শুরু করে ড্রয়িংরুমের টিভির পর্দায় এখন সহজেই নিত্য নতুন গল্পের সন্ধান পেয়ে যান দর্শক। তার মধ্যে জায়গা যেমন করে নেয় টানটান রহস্য, তেমন জায়গা করে মিষ্টি প্রেমের গল্পও।

 


বাস্তবের মিশেলে প্রেমের গল্প দেখতে বরাবরই ভালবাসেন দর্শক। তাই এই ছকে বাঁধা গল্পগুলো জায়গা করে নেয় ওটিটির পর্দায়। এবারও তাই হল। একদম মাটির কাছাকাছি থেকে উঠে আসা এক প্রেমের গল্প নিয়ে আসছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। এই মুহূর্তে ওয়েব ফিল্মের নাম ঠিক হয়নি। তবে শুটিং শেষ। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার দুই পরিচিত মুখকে। পরিচালনায় অর্ক ও শ্রীকান্ত।

 

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে সৌরভ চক্রবর্তী! 'লক্ষ্মী ঝাঁপি' শুরু হতেই কার গলায় মালা দিলেন অভিনেতা?

 


নায়ক-নায়িকা হয়ে এই প্রথম জুটি বাঁধছেন দেবলীনা কুমার ও অর্পণ ঘোষাল। দুই ছাপোষা মানুষের জীবনকাহিনি উঠে আসবে এই গল্পে। তাঁদের প্রেম থেকে শুরু করে সম্পর্কের টানাপোড়েন সবটাই ধরা পড়বে এই ওয়েব ফিল্মে। দেবলীনা ও অর্পণকে যেমন দেখা যেতে চলেছে দুই সরল ছেলে-মেয়ের চরিত্রে। তেমন এখানে তাঁদের দুই আলাদা ধর্মের প্রতীক হিসেবেও দেখানো হবে। কীভাবে সব বাধা পেরিয়ে হিন্দু ও মুসলমান ধর্মের দুটি ছেলেমেয়ে এক হবে সেই নিয়েই এগোবে গল্প। 

 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ এই ওয়েব ফিল্মের শুটিং। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যেতে চলেছে অর্পণ ও দেবলীনাকে। শুটিং শেষ হলেও এখনও বাকি রয়েছে ওয়েব ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ। তবে সূত্রের খবর, চলতি বছরের শেষেই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অর্পণ-দেবলীনার এই ওয়েব ফিল্মটি।

 


প্রসঙ্গত, অর্পণকে আগামীতে দেখা যেতে চলেছে অরিন্দম শীলের পরিচালনায় 'কর্পূর' ছবিতে। অন্যদিকে, দেবলীনাকে শেষ দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'রাস'-এ। এই ছবির হাত ধরে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন দেবলীনা। দেবলীনা তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন বড়পর্দার মাধ্যমেই। তবে অর্পণকে দর্শক চিনেছিলেন টেলিভিশনের পর্দায়। 'মেয়েবেলা' ধারাবাহিকে 'ডোডোদাদা'র চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন ছবি, সিরিজ এমনকী থিয়েটারের মঞ্চেও তাঁর অভিনয় মন ছুঁয়েছে অনুরাগীদের।