নিজস্ব সংবাদদাতা: গত বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ছবির শুটিং শুরুর দিন ব্যাঘাত ঘটে। বিবাদ বাধে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন ও ফেডারেশনের মধ্যে। সেই জটিল আবহ থিতিয়ে এলে ফের একবার নতুন শুরুর চেষ্টা রাহুলের।

 

 

 

 

সূত্রের খবর, টলিপাড়ার দুই নায়ককে নিয়ে রোমান্টিক কমেডি ঘরানার ছবি তৈরির ভাবনায় পরিচালক। গল্পে থাকবে ত্রিকোণ প্রেমও। দুই নায়কের চরিত্রে দেখা যেতে পারে ইন্ডাস্ট্রির দুই বন্ধু অঙ্কুশ ও বিক্রমকে। দুই বন্ধু থেকে এবার সহ-অভিনেতার যাত্রা শুরু হতে চলেছে তাঁদের। 

 

 

 

 

ছবিতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে চলছে দ্বন্দ্ব। উঠে আসছে একাধিক নাম। তবে টলিপাড়ার অন্দরের খবর, অঙ্কুশ-বিক্রমের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। 

 

 

 

 

জানা যাচ্ছে, বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম। এদিকে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে শুটিং শুরু হতে পারে।