২৩-এ পদার্পণ দিতিপ্রিয়া রায়ের। সদ্য বিতর্কের রেশ থেকে মু্ক্তি পেতেই এসে পড়ল জন্মদিন। রবিবার সারাদিন শুভেচ্ছায় ভেসেছেন ছোটপর্দার ‘রানিমা’। বিশেষ দিনটি কী ভাবে কাটছে তাঁর? ফোনে অধরা নায়িকা। তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল উত্তর।

সহ-অভিনেতা জিতু কমলের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নিয়েছেন দিতিপ্রিয়া। ফলে স্বাভাবিক ছন্দেই চলছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ত হাঁকডাকের মাঝেই নিজের জন্য অবসার খুঁজে নিয়েছেন নায়িকা। শহুরে কোলাহল পেরিয়ে বিলাসবহুল রিসর্টে চলছে উদযাপন। যে ইনস্টাগ্রাম স্টোরি দিতিপ্রিয়া দিয়েছেন, তাতে রয়েছে কাচের দরজা পেরিয়ে স্বচ্ছ নীল জলের সুইমিং পুল। তার উপর খোলা আকাশ। তবে কার নায়িকা তাঁর বিশেষ দিনটি কাটাচ্ছেন, তা বোঝার উপায় নেই। দিতিপ্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ঊষসী রায়, গৌরব চট্টোপাধ্যায়ের মতো তারকারা।

অন্য দিকে, সহ-অভিনেত্রীর সম্মান রক্ষার্থে প্রতিবাদী জিতু। দিতিপ্রিয়াকে নিয়ে একটি কুরুচিকর মিম শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছে নায়ক। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘দয়া করে এমন অসম্মানজনক ভিডিও শেয়ার করবেন না। সবার আগে মহিলাদের সম্মান করা শিখতে হবে। যিনি ভুল করেছেন, তাঁকে ক্ষমা করে দিন।’

প্রসঙ্গত, সোমবার রাতে একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য। তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল দু’ভাগে বিভক্ত। তবে জিতু জানিয়েছিলেন, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। 

তারপরেই ঘটে মনোমালিন্যের অবসান। শুক্রবার একটি ফেসবুক পোস্ট করে দিতিপ্রিয়া লেখেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।"

পর্দার অপর্ণা-আর্যর মধ্যে ঠিক কী কারণে বিবাদ?
সোমবার রাতে একটি পোস্টে কোনও রকম নাম না করে দিতিপ্রিয়া জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। 
 
দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জিতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে সওয়াল। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে  কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন। সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা।আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।কিন্তু,কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।‘ (পোস্টদাতার বানান অপরিবর্তিত)
 
জিতু মনে করছেন, নিজে থেকে নয়। বরং কারও প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। নায়ক জানান, বয়সে নিছকই নায়িকার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। দিতিপ্রিয়ার সেই পোস্ট তিনি শেয়ার করে লেখেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট,আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা।’