তথাকথিত বলি তারকাদের থেকে বেশ খানিকটা আলাদা পঙ্কজ ত্রিপাঠী। দীপাবলির দিনেও নিজস্ব ছন্দে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন এই জনপ্রিয় বলি অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠীর কথায়, এই উৎসব শুধু পার্টি আর উপহারের দিন নয়, এর মধ্যে লুকিয়ে আছে আলো আর পরিবারের আসল মানে।
এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, “দীপাবলির আসল তাৎপর্যটা আমরা অনেক সময় ভুলে যাই। এটা আলোয় অন্ধকার দূর করার উৎসব। যেদিন শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন, সেদিন থেকেই আলো জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানো হয়েছিল। সেই আলো শুধু বাইরে নয়, মনের ভেতরের অন্ধকারও মুছে দেয়।”
ছোটবেলার দীপাবলির স্মৃতিও ভাগ করে নিলেন পঙ্কজ। তাঁর কথায়, “তখন তো দোকানে তৈরি রেডিমেড প্রদীপ পাওয়া যেত না। গ্রামের কুমোরের ঘর থেকেই আসত প্রদীপ। তুলো, তেল, সবই বিক্রি হতো। এই উৎসবেই চলত গ্রামের অর্থনীতি। সবাই মিলে, একসঙ্গে আলোর উৎসব পালন করতাম।” আজকের সময়ে দীপাবলির চাপ নিয়ে একটু খোঁচাও দিলেন তিনি -“এখন তো বাজার আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। উপহার দাও, মিষ্টি দাও, পার্টি কর। আসলে দরকার শুধু একটুখানি হাসি আর আন্তরিক শুভেচ্ছা। তাতেই উৎসবের আনন্দ পূর্ণ হয়,” বললেন অভিনেতা।
শেষে একেবারে সরাসরি বার্তা দিয়ে দিলেন পঙ্কজ, “উৎসব মানে পার্টি নয়। উৎসব মানে পরিবার, একসঙ্গে থাকা, আর মনের ভেতরের আলো জ্বালানো।”
অন্যদিকে, 'মির্জাপুর'প্রেমীদের জন্য সোমবার দুপুরে এল দারুণ সুখবর। ওটিটিতে নয়, এবার ‘মির্জাপুর’ আসছে বড়পর্দায়! টাটকা নতুন গল্প নিয়ে। ছবির নাম মির্জাপুর: দ্য ফিল্ম। মুখ্যচরিত্রে রয়েছেন কারা? কেন ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু পন্ডিত’ এবং ‘মুন্না ভাইয়া’। অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু! ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির মাধ্যমেই অনুরাগীদের প্রিয় কালীন ভাইয়া ও গুড্ডুর মুখোমুখি সপাট লড়াই এবার সরাসরি সিনেমার পর্দায় উঠে আসবে।সম্প্রতি বারাণসীতে শুটিং শুরু হয়েছে এই ছবির।মজা শুরু হয় এরপরেই। রামনগর ফোর্ট এবং বারাণসীর রাস্তায় ফাঁস হওয়া কিছু ভিডিও দেখে অনুরাগীরা এককথায় উন্মাদ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায় কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) ও গুড্ডু পণ্ডিত (আলি ফজল)-কে, সম্ভবত ছবির এক ক্লাইম্যাক্স সিকোয়েন্সে। দুই প্রিয় প্রতিদ্বন্দ্বীর পুনর্মিলন এবং লড়াই ভক্তদের মধ্যে দাবানলে মতো উত্তেজনা ছড়াচ্ছে।
ফ্র্যাঞ্চাইজির অন্যান্য চরিত্র ও তথ্য: এক ঝলকে জেনে নেওয়া যাক মির্জাপুর: দ্য ফিল্ম-এ ফিরছেন অনুরাগীদের কোন কোন প্রিয় চরিত্রগুলো।
কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি)
গুড্ডু পণ্ডিত (আলি ফজল)
মুন্না ত্রিপাঠি (দিব্যেন্দু)
বিশেষ চরিত্রে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিং এবং নির্মাণ করছেন পুণীত কৃষ্ণা। দেশজুড়ে মুক্তির কয়েক সপ্তাহ পরে, এটি স্ট্রিম হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে, ২৪০-এরও বেশি দেশ ও অঞ্চলে।
