এককথায় ইতিহাস! এককথায় স্বপ্নপূরণ। ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন হরমনপ্রীত কৌর, জেমাইমা, মন্ধানারা। এই অকল্পনীয় জয়ের কারণে বলা হচ্ছে, এই বিশ্বকাপ নাকি মহিলা ক্রিকেটবিশ্বের বাজারে আমূল পরিবর্তন নিয়ে আসবে! পরিবর্তন আসবে কি না, সময় বলবে। তবে এইমুহূর্তে এই জয়ে শামিল গোটা দেশ।

 

রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত কৌররা। আর সেই জয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের এক কিংবদন্তি-ঝুলন গোস্বামী। নিজের দুই দশকের দীর্ঘ ক্রিকেটজীবনে যে ট্রফি হাতছোঁয়া হয়নি, অবশেষে সেটিই এবার হাতে তুলে নিলেন তিনি। চোখে তখন তাঁর জল, মুখে গর্বের হাসি।

 

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। দেখা যাচ্ছে, ট্রফি হাতে ঝুলনকে জড়িয়ে ধরছেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর ও সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধানা। আবেগ, গর্ব, আর অশ্রুর মিশেলে তৈরি সেই দৃশ্য দেখে নেটিজেনরা বলছেন, “এ যেন তাঁর জীবনগাথার কবিতার পূর্ণবৃত্ত।”

 

এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় এসেছে অনুষ্কা শর্মা অভিনীত ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’, যেটির শুটিং শেষ হয়েছে ২০২৩-এই, কিন্তু এখনও মুক্তি পায়নি। অনুরাগীদের দাবি, “এই তো সেরা সময়!” নেটফ্লিক্স, অনুষ্কা শর্মা ও ক্লিন এলিট ফিল্মস-কে ট্যাগ করে বহু নেটিজেন লিখেছেন, “এই ঐতিহাসিক জয়ের পর চাকদা এক্সপ্রেস মুক্তি না পেলে বড্ড অন্যায় হবে।”

 

প্রসিত রায়ের পরিচালনায় তৈরি ছবিটি তুলে ধরেছে চাকদার মেয়ে ঝুলনের অভূতপূর্ব যাত্রা। এক ছোট শহর থেকে উঠে এসে বিশ্বের দ্রুততম মহিলা পেসার হয়ে ওঠার গল্প। অধিনায়িকা হরমনপ্রীত কৌরও জানালেন নিজের মনের কথা, “ঝুলন দি ছিল আমার সবচেয়ে বড় সমর্থক। যখন দলে নতুন এসেছিলাম, তিনিই ছিলেন আমার দিশারি। শিখিয়েছিলেন কীভাবে শৃঙ্খলা আর আবেগকে একসঙ্গে সামলাতে হয়।”

ঝুলন হয়তো মাঠ ছেড়েছেন, কিন্তু তাঁর ছায়া, তাঁর লড়াই, তাঁর প্রেরণা আজও ছুঁয়ে যাচ্ছে এক নতুন প্রজন্মকে। এই জয় তাই কেবল ট্রফি জেতার নয়, এ এক নারী ক্রিকেটের স্বপ্নপূরণের পরিণতি, যা ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।