সংবাদ সংস্থা মুম্বই: ২৫-এ পা আর সেলিব্রেশন লন্ডনে—অভিনেতা বেদাং রায়নার জন্মদিনের পার্টি যেন রোম্যান্টিক গসিপের বারুদের ঢিপি হয়ে উঠল! সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি এখন নতুন করে উস্কে দিচ্ছে তাঁর এবং অভিনেত্রী  খুশি কাপুরের প্রেমের জল্পনা! 

 

বন্ধুদের সঙ্গে ইন্টিমেট বার্থডে ব্যাশের জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন বেদাং। নৈশপার্টির এক ঘনিষ্ঠ মুহূর্তে তাঁকে দেখা গেল ব্ল্যাক আউটফিটে, পাশে তখন দাঁড়িয়ে খুশি কাপুরও, তিনিও পরেছেন কালো রঙের পোশাক। বেদাং কেক কাটছেন, আর খুশি তাঁকে দেখে মিষ্টি হাসছেন, হাততালি দিচ্ছেন—এই ছবিই এখন ভাইরাল।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by My fantasy world???????? (@angelic.thoughts._)