সংবাদ সংস্থা মুম্বই: ২৫-এ পা আর সেলিব্রেশন লন্ডনে—অভিনেতা বেদাং রায়নার জন্মদিনের পার্টি যেন রোম্যান্টিক গসিপের বারুদের ঢিপি হয়ে উঠল! সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি এখন নতুন করে উস্কে দিচ্ছে তাঁর এবং অভিনেত্রী খুশি কাপুরের প্রেমের জল্পনা!
বন্ধুদের সঙ্গে ইন্টিমেট বার্থডে ব্যাশের জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন বেদাং। নৈশপার্টির এক ঘনিষ্ঠ মুহূর্তে তাঁকে দেখা গেল ব্ল্যাক আউটফিটে, পাশে তখন দাঁড়িয়ে খুশি কাপুরও, তিনিও পরেছেন কালো রঙের পোশাক। বেদাং কেক কাটছেন, আর খুশি তাঁকে দেখে মিষ্টি হাসছেন, হাততালি দিচ্ছেন—এই ছবিই এখন ভাইরাল।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by My fantasy world???????? (@angelic.thoughts._)
ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্ত শেয়ার করেন তাঁদের কমন ফ্রেন্ড কারিমা ব্যারি। আরেকদিকে, খুশির ঘনিষ্ঠ বন্ধু অরি শেয়ার করেন একটি ভিডিও, যেখানে হানি সিংয়ের ‘মিলিয়নেয়ার’ গানে নাচতে দেখা যায় বেদাং ও অরিকে। তাতে ফ্রেমের বাইরেও যেন বাজছিল কিছু স্পেশ্যাল সুর! অতিথি তারকাদের তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপও। কিন্তু আলোটা যেন গিয়েছিল একটাই দিকেই—বেদাং আর খুশির দিকে।
‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন এই দু’জন। আর সেই সময় থেকেই তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন। একসঙ্গে পার্টি, একসঙ্গে ছবির প্রচার—তাঁরা যেন কখনও আলাদা হন না। যদিও এখনও পর্যন্ত কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
২০২৪-র আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বেদাং বলেন, “এই মুহূর্তে আমি আমার কেরিয়ারে ফোকাস করছি। ডেটিং জীবনটা একটু ব্যাক সিটে রাখছি।” অর্থাৎ প্রেমের গুঞ্জনে জল ঢালার চেষ্টা থাকলেও, বাস্তবের ক্যান্ডিড ছবিতে বারবার যেন জেগে উঠছে সেই কথাই—‘বেশ কিছু আছে যা তারা বলেন না, কিন্তু চোখ বলে দেয় সব!’
খুশিকে শেষ দেখা গিয়েছিল ‘নাদানিয়া’ ছবিতে, যা দিয়ে সইফ আলি খানের ছেলে ইব্রাহিমও বলিউডে পা রাখেন। যদিও ছবিটি সমালোচক ও দর্শক, দু’দিক থেকেই দেদার সমালোচিত হয়েছে। অন্যদিকে, বেদাংকে শেষ দেখা গিয়েছে আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে। পারফরম্যান্স প্রশংসিত হলেও, বক্স অফিসে সফল হয়নি ছবিটি।
তবু প্রেমের রসায়নে কিন্তু কোনও ঘাটতি নেই! জন্মদিনের মোমবাতি নিভলেও, সোশ্যাল মিডিয়ার আলোয় এখনো টগবগে এই ‘রিয়েল-লাইফ আর্চিজ’ জুটি।