যতটা গর্জাল, বর্ষাল না ততটা— ‘ওয়ার ২’র বক্স অফিসের হিসেবনিকেশ বলছে তেমনটাই। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের যুগলবন্দি, মারকাটারি অ্যাকশন দৃশ্য বা চোখ ধাঁধানো ভিএফএক্সেও শেষ রক্ষা হল না। ছবির এমন অপ্রত্যাশিত ব্যর্থতার কারণেই কি দুই তারকার বন্ধুত্বে ছেদ পড়ল?
ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন হৃতিক এবং জুনিয়র এনটিআর। নেটিজেনদের একাংশ সম্প্রতি তা আবিষ্কার করেছেন। দুই অভিনেতার মধ্যে আদৌ কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা যদিও জানার উপায় নেই। তবে হৃতিক এখনও ওয়ার ২-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণীকে ফলো করছেন। শুধু তাই নয়, এবং অতীতে তিনি যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের অনেকেই এখনও রয়েছেন তাঁর ‘ফলোয়িং’ তালিকায়। মজার বিষয় হল, হৃতিকের বাবা রাকেশ রোশন এখনও ইনস্টাগ্রামে জুনিয়র এনটিআরকে অনুসরণ করছেন।
অয়ন পরিচালিত ‘ওয়ার ২’ ৪০০ কোটির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। এবং ৫২ কোটি টাকার ভালো ওপেনিং সত্ত্বেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি। অনেকে মনে করছেন, সেই কারণেই সম্পর্কের তাল কেটেছে দুই নায়কের।
‘ওয়ার ২’ ঘোষণার পর থেকে হৃতিক এবং জুনিয়র এনটিআরের বন্ধুত্ব ছিল দেখার মতো। সুযোগ পেলেই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেন তাঁরা। একটি বিবৃতি জারি করে দক্ষিণী অভিনেতা লিখেছিলেন, ‘মনে হয়, আমার এবং হৃতিক রোশন গারুর (তেলুগুভাষীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে গারু সম্বোধন করেন) কেরিয়ার একই সময়ে শুরু হয়েছিল। অনেক আগে যখন আমি ‘কহো না প্যার হ্যায়’ দেখেছিলাম, তখন প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। আমার যাত্রা শুরু হয়েছিল তাঁর প্রশংসা করে। এত বছর পর, আমি তাঁর সঙ্গে অভিনয় এবং নাচ করার সুযোগ পেয়েছি।’
হৃতিক এবং জুনিয়র এনটিআর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী, অনিল কাপুর, আশুতোষ রানা। ববি দেওলের একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
শুরুটা আশাব্যঞ্জক হলেও ‘ওয়ার ২’-র আয় পঞ্চম দিনে একক অঙ্কে নেমে এসেছে। জানা গিয়েছে, ছবিটির আয়ের হার ৭৬% হ্রাস পেয়েছে।
স্যাকনিল্কের মতে , সোমবার, ওয়ার ২ ৮.৫০ কোটি টাকা আয় করেছে, যা রবিবারের আয় ৩২.১৫ কোটি টাকার তুলনায় প্রায় ৭৬% কম । মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ছবিটির মোট আয় এখন ১৮৩.২৫ কোটি টাকা । প্রথম সপ্তাহের শেষে এটি ২০০ কোটি টাকা অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়েছে ।
‘ওয়ার ২’ হল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অংশ, যার মধ্যে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ এবং সলমন খানের ‘টাইগার’ সিরিজ।
