সংবাদ সংস্থা মুম্বই: ‘স্পাই ইউনিভার্স’-এর সিরিজের ছবির ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবির সঙ্গে যোগসূত্র থাকতে হবে বাকি সব ছবির। 'পাঠান' এবং 'টাইগার ৩', এই দুই ছবি সেকথার অন্যতম উদাহরণ। ‘পাঠান’-এ যেমন হাজির হয়েছিলেন টাইগার রূপী সলমন, তেমনই ‘টাইগার ২’তে দেখা গিয়েছিল ‘পাঠান’ এবং ‘কবীর’কে। 'টাইগার ৩'তে সলমনের সঙ্গে শাহরুখকে দেখা গেলেও ছবির একেবারে শেষে আলাদা ও এককভাবে 'কবীর' সেজে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। শোনা যাচ্ছিল, 'ওয়ার ২'তে নাকি 'কবীর'-এর পাশে হাজির হওয়ার পালা 'টাইগার'-এর। তবে তার আগেই এবার পর্দায় একসঙ্গে ধরা দিলেন এই দু’জন!
না, না স্পাই ইউনিভার্সের ‘আলফা’ অথবা অন্য নতুন কোনও ছবির জন্য নয়। একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনের দৌলতেই পর্দায় একসঙ্গে হাজির সলমন-হৃতিক। আসলে, ওই ঠান্ডা পানীয়র সংস্থার বিজ্ঞাপনে কখনও মুখ ধরা দিয়েছেন হৃতিক, কখনও বা সলমন। এবার নায়ক-ইউনিভার্সের ছোঁয়া লাগল বিজ্ঞাপনের জগতেও। সেই বিজ্ঞাপনে কবীর এবং টাইগার এর লুকেই হাজির হয়েছেন হৃতিক-সলমন। তাতে দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়চূড়ায় ভেঙে পড়ছে এক রোপওয়ে। তাতে ফেঁসে থাকা একদল পর্যটকদের বাঁচাতে হাজির এই জুটি। এবং প্রায় খাদের কিনারা থেকে সেই পর্যটকদের দলকে বাঁচিয়ে আনার পর, সেই খাদের কিনারায় বসে গলায় ঠান্ডা পানীয় ঢালতে ঢালতে ভয়কে জয় করার বার্তা দিলেন 'কবীর' ও 'টাইগার'।
স্বভাবতই পর্দায় প্রথমবার জুটি বেঁধে সলমন-হৃতিককে অভিনয় করতে দেখে উচ্ছ্বসিত দর্শক। সেই আনন্দের প্রতিফলন ধরা পড়েছে নেটপাড়ায়। এই বিজ্ঞাপন দেখে অধিকাংশ নেটিজেনদের মন্তব্য, “শেষমেশ একসঙ্গে ধরা দিল টাইগার-কবীর!” আবার কেউ লিখেছনে, “কিন্তু পাঠান গেল কোথায়?”
 
 প্রসঙ্গত,  যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এ মহিলা গুপ্তচরদের নিয়ে তৈরি হচ্ছে আলফা। সে  ছবিতে খ্যচরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ।  জল্পনা, সে ছবিতে হৃতিকের যোগ দেওয়া নিয়ে। ‘আলফা’ ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই ছবিতে ভীষণভাবে থাকছেন ‘কবীর’। শুধু তাই নয়, ‘ওয়ার ২’-এর আগে ‘আলফা’তেই ‘কবীর’রূপে দর্শকের কাছে হাজির হবেন হৃতিক।
