নিজস্ব সংবাদদাতা: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জয়ী দেব রায় এবং নেহা আমনদীপ। স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যেতে চলেছে ছোটপর্দার এই দুই তারকাকে। যদিও ছোটপর্দা থেকে অনেকদিন দূরে রয়েছেন জয়ী। আবার কি ছোট পর্দাতেই জুঁটি বাধতে চলেছেন তাঁরা?
আসলে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রো ড্রামায় অভিনয় করছেন নেহা ও জয়ী। যেখানে নেহার চরিত্রের নাম 'নীলম'। শাঁখা-সিঁদুর-শাড়িতে একেবারে বাঙালি বধূ এই চরিত্রটি। তবে তার জীবন তেমন সহজ নয়, বেশ কঠিন পরিস্থিতিতে পরতে হয় নীলমকে। অত্যাচারও চলে তার উপর। এমনই বেশ কিছু দৃশ্য দর্শক দেখতে পাবেন এই মাইক্রোড্রামায়। তবে কী কারণে নিলমের এই অবস্থা তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই চলছে এই মাইক্রো ড্রামার শুটিং। প্রথমদিকে জয়ী ও নেহার সম্পর্কে তিক্ততা দেখা যাবে। তবে ঘটনাচক্রে বদলাবে তাঁদের সম্পর্ক। অন্যদিকে 'আকাশ'-এর চরিত্রে অভিনয় করছেন জয়ী। সফল ব্যবসায়ী কিন্তু বেশ গম্ভীর একজন মানুষ। প্রথমদিকে স্ত্রীর সঙ্গে সবকিছু ঠিক থাকলেও পরে তাঁর জীবনে আসে অন্য নারী 'আকাঙ্ক্ষা'। এই চরিত্রে অভিনয় করছেন সাক্ষী রায়।
প্রসঙ্গত, বাংলাতেই এই মাইক্রো ড্রামার শুটিং হলেও পরে হিন্দিতে তা ডাবিং করা হবে বলেই জানা গিয়েছে। অর্থাৎ একাধিক ভাষায় দেখতে পাবেন দর্শক। ধারাবাহিক সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে এখন কাজ করতে চাইছেন নেহা ও জয়ী দু'জনেই। তবে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও এখন অনেকটাই সময় দিচ্ছেন জয়ী। বেঙ্গল টাইগারস টিমের অন্যতম সদস্য জয়ী দেব রায়।
