সংবাদ সংস্থা মুম্বই: এবার পুরপুরি নয়া অবতারে হাজির জন আব্রাহাম। অ্যাকশন হিরো এবার ঠান্ডা মাথার কূটনীতিক। জনের নতুন এই রাজনৈতিক থ্রিলার-এর নাম দ্য ডিপ্লোম্যাট। শুক্রবার সমাজমাধ্যমে মুক্তি পেল ছবির প্রথম ঝলক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির ঝলকের ভিডিওর সঙ্গে জনের ক্যাপশন, “কিছু যুদ্ধ সৈনিকদের নিয়ে জিততে হয়, আর কিছু যুদ্ধ জিততে ন্যায়নীতির মাধ্যমে।” পোস্টের একেবারে শেষে জন জানিয়েছেন এই ছবির মাধ্যমে একজন কূটনীতিকের ক্ষমতা টের পাবেন দর্শক।
দ্য ডিপ্লোম্যাট থেকেই স্পষ্ট এ ছবি রাজনীতি, ক্ষমতার খেলা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের জগতের গভীরে ডুব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পার্টেড, সামান্য পাফড চুল, নাকের নীচে তাগড়াই গোঁফ, স্যুট-বুট পরিহিত ঝাঁ চকচকে জনকে দেখে ইতিমধ্যেই চমকে উঠেছেন দর্শক। নজর কেড়েছে বাস্তবের একজন কূটনীতিকের মতোই জনের জলদমন্দ্র স্বর।
শোনা যাচ্ছে, বাস্তব জীবনের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি 'দ্য ডিপ্লোম্যাট'ক। যেখানে একজন ভারতীয় কূটনীতিক পাকিস্তান থেকে একজন ভারতীয় মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, যেখানে জোর করে তাঁর ইচ্ছের বিরুদ্ধে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার এবং চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। এটির তহবিল সংগ্রহ করেছেন টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষ্ণ কুমার, জেএ এন্টারটেইনমেন্টের জন আব্রাহাম, বিপুল ডি শাহ, অশ্বিন ভার্দে, ওয়াকাও ফিল্মসের রাজেশ বাহল, ফরচুন পিকচার্সের সমীর দীক্ষিত এবং যতীশ ভার্মা, সীতা ফিল্মসের রাকেশ ডাং।
