একই মঞ্চে অনুষ্ঠানের আগে বিরাট বিবাদ দুই গায়িকার! শনিবার বিজয়গর উদয়চক্রে অনুষ্ঠান ছিল জোজো মুখোপাধ্যায় ও পৌষালী বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠান শেষে রাত একটা নাগাদ সমাজমাধ্যমে লাইভে আসেন জোজো। অনুষ্ঠান শুরুর আগের পরিস্থিতি নিয়ে সোচ্চার হন তিনি। জোজো জানান, তাঁর কিংবা তাঁদের মিউজিশিয়ানদের অনুমতি ছাড়া তাঁদের বাদ্যযন্ত্র সরিয়ে নিজেদের বাদ্যযন্ত্র স্টেজে রেখেছিলেন পৌষালী। 

 


ঘটনায় খুবই রেগে যান জোজো। লাইভে এসে পুরো বিষয়টি নিয়ে কথাও বলেন। জোজো বলেন, "একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে এটুকু বলার অধিকার তো আমার আছেই। কারওর অনুমতি ছাড়া তাঁর জিনিসে হাত দেওয়া একেবারেই উচিত নয়। আমি সচরাচর রেগে যাই না। তবে এই ঘটনায় রেগে গিয়ে অনুষ্ঠান করব না ঠিক করেছিলাম। কিন্তু যাঁরা অরগানাইজার ছিলেন, যাঁরা দর্শক ছিলেন, তাঁদের কথা চিন্তা করেই প্রোগ্রাম করি। এই ঘটনাটা একজন আর্টিস্টের কাছে খুবই অপমানজনক।"

 


অন্যদিকে, রবিবার সকালে পৌষালীও সমাজমাধ্যমে লাইভে আসেন। জোজোর লাইভে বলা বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। পৌষালী জানান, ইন্সট্রুমেন্ট চেক করার জন্য একটু সময় লাগেই। জোজোর টিমের সময় ছিল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা। কিন্তু তাঁরা এসে পৌঁছন সাড়ে চারটের সময়। একটু দেরি হওয়ায় পৌষালীর টিম অপেক্ষা করেন। কিন্তু জোজোর টিম চলে যাওয়ার পর তাঁরা ইন্সট্রুমেন্ট চেক করতে গিয়ে দেখেন জায়গার অভাব। তাই জোজোর টিমের একজনকে ডেকে তাঁরা ইন্সট্রুমেন্ট সরানোর জন্য অনুরোধ করেন। কিন্তু নাকি রাজি হন না জোজোর টিম। এরপর পৌষালীর টিম নাকি কমিটির সঙ্গে কথা বলে ইন্সট্রুমেন্ট সরিয়ে নিজেদের জায়গা করে নেন‌। 

 


আজকাল ডট ইন-কে পৌষালী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলছি, জোজোদি পুরো বিষয়টি না জেনে এরকম বলেছেন। পুরো স্টেজ জুড়ে ওঁদের ইন্সট্রুমেন্ট ছিল বলে আমরা দাঁড়ানোর জায়গাটুকু পাইনি। ওঁদের টিমকে জানানোর পরে ওঁরা খুব খারাপভাবে কোনও সহযোগিতা করবেন না বলে জানান। অগত্যা কমিটির সঙ্গে কথা বলে আমরা ওঁদের ইন্সট্রুমেন্ট মাত্র দু'ফুট সরাই। জোজোদি সিনিয়র আর্টিস্ট এরকম তো হয় সেটা তিনি জানেন। এর জন্য এভাবে রিয়্যাক্ট করার কিন্তু কোনও মানে নেই।"

 


পৌষালী আরও বলেন, "আমি স্বভাবত রাগি না। তবে এক্ষেত্রে আমার বা আমার টিমের কোনও ভুল নেই। তাই আমি নিজে থেকে জোজোদির সঙ্গে সবটা মেটাতে যাব না। পরিস্থিতি আর সময়ের উপরেই ছাড়ব সবটা।" 

 


অন্যদিকে, পৌষালীর লাইভ শুনে আজকাল ডট ইন-কে জোজো মুখোপাধ্যায় বলেন, "এই বিষয়ে কোনও কথাই আর বলতে চাই না। একটাই কথা বলব, পৌষালী ডাহা মিথ্যা কথা বলছে। নিজেকে প্রফেশনাল আর্টিস্ট হিসেবে দাবি করছে যখন, তখন কোথায় তার প্রফেশনালিজম?"