সংবাদসংস্থা মুম্বই: আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। এমনটাই আগে জানা গিয়েছিল। তবে কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছিল যে এই ছবিতে ধনুষের নায়িকা হিসাবে দেখা যাবে কৃতি শ্যাননকে। এবার সামনে এল ছবির প্রথম ঝলক। প্রথম লুকেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করেছেন ধনুষ-কৃতি। 

 


ছবিটি ধনুষ ও সোনম কাপুর অভিনীত ছবি 'রঞ্ঝনা'র সিক্যুয়েল হতে চলেছে। তবে এবার গল্পে থাকছে আরও চমক। প্রথম ঝলকে ধনুষকে দেখা গেল লম্বা চুল ও দাঁড়িতে। অন্যদিকে সিগারেট মুখে নিয়ে চোখ ছলছল কৃতির। ভালবাসার অসম লড়াইয়ের গল্প ফুটে উঠবে ছবিতে। এমনটাই আঁচ পাওয়া গিয়েছে প্রথম টিজারে। 

 

 

এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক-নায়িকা। ছবিতে তাঁদের জুটির ম্যাজিক কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার। গল্পে ধনুষের চরিত্রের নাম 'শঙ্কর' ও 'মুক্তি'র চরিত্রে কৃতি। 'তেরে ইশক মে'তে গানের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। জানা যাচ্ছে, চলতি বছর ২৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।