ইন্দ্রাণীর মন জয় করা সহজ নয় মোটেই! বরং তা বেশ কঠিন কাজ। তবে কুসুমও হাল ছাড়ার পাত্রী মোটেই নয়। সে যা ভেবেছে, তা না করা পর্যন্ত স্বস্তি নেই। ধীরে ধীরে সাফল্যের পথে পা-ও বাড়াচ্ছে। কিন্তু তার মাঝেই বিপত্তি। প্রাণসংশয় তার। কিন্তু কেন?

পরিবারের মঙ্গলার্থে ব্রত করছে ইন্দ্রাণী। আর তাকে বাঁচাতে গিয়েই মৃত্যুর সম্মুখীন কুসুম। যেন আত্মবলিদান দিয়েই ভালবাসা, বিশ্বাস জয় করে নেওয়ার মরিয়া চেষ্টা। আসন্ন পর্বে দেখানো হবে সেই বলিদানেরই আখ্যান। ইন্দ্রাণীর ভালবাসা জয় করতে কুসুম কতটা দূর যেতে পারে, মিলবে তার উত্তর। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন পর্বের প্রোমো। ‘কুসুমের বলিদান’ দেখে ইতিমধ্যেই উত্তেজিত দর্শক। আদৌ কি সে এই যাত্রা প্রাণে বাঁচবে, প্রশ্নে মুখর অনুরাগী মহল।

পুকুর থেকে মঙ্গলঘটে জল মাথায় নিয়ে পুজোর উদ্দেশ্যে রওনা হবে ইন্দ্রাণী। নিয়ম মতো তার হাঁটার পথে জল ঢালতে ঢালতে এগিয়ে যায় কুসুম। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। কুসুম দেখতে পায়, ইন্দ্রাণীর মাথার ঘটে উপর ফণা তুলে বসে আছে সাপ। যেন স্বয়ং মৃত্যুর সঙ্গেই সাক্ষাৎ। কয়েক মুহূর্তেই প্রাণ হারিয়ে বসার ঝুঁকি। যার মন জয় করতে কুসুম মরিয়া, তার প্রাণ বাঁচাতেও দ্বিধা করে না সে। মা মনসার কাছে ক্ষমা চেয়ে সে নিজের হাতে সেই সাপ ধরে ফেলে। আর তারপরেই হয় বিপদ! কুসুমেক হাতে ছোবল বসিয়ে দেয় সেই সাপ। ইন্দ্রাণী বিপদমুক্ত হলেও তার চোখ এড়িয়ে যায় কুসুমের সঙ্কট।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)