সংবাদসংস্থা মুম্বই: বলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী সায়রা বানু পা দিলেন ৮০তে। নিজের জন্মদিনে অভিনেত্রীর মনে পড়ে গেল প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া বিশেষ উপহার। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে আবারও সামনে এসেছে। সেখানে সায়রা বানু দিলীপ কুমারের থেকে পাওয়া সবচেয়ে বিশেষ উপহার সম্পর্কে কথা বলেছেন।

 

তিনি বলেন, "আমার কাছে বিশেষ উপহার মানে যে সেটা রঙিন রাংতায় মোড়া হতেই হবে তা একেবারে নয়। কিছু কিছু মানুষের সান্নিধ্য অনেক বিশেষ হয়ে ওঠে। যেমন আমার কাছে দিলীপ সাহেবের উপস্থিতি ছিল। একবার আমার জন্মদিনের পার্টিতে এসেছিলেন তিনি। তখন আমার হাত ধরে দিলীপ সাহেব বলেন আমায় সেদিন নাকি খুব সুন্দর দেখতে লাগছিল।"

 

সায়রা বানু আরও বলেন, "ওই মুহূর্তটা আমার কাছে আজও বিশেষ হয়ে রয়েছে। জন্মদিনের সেরা উপহার তখনই পাওয়া হয়ে গিয়েছিল। যেন সময় থমকে গিয়েছিল এক মুহূর্তের জন্য। আমি সেই সময়ই জানতাম আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে।"

 

প্রসঙ্গত, ১২ বছরের বড় দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন সায়রা বানু। দাম্পত্যের শুরুতে চারপাশ থেকে শুনেছিলেন অনেক কুমন্তব্য। যদিও এইসব কিছুকে পিছনে ফেলে জয় হয়েছিল দিলীপ-সায়রার প্রেম। বলিউডের ট্রাজেডি কিং-এর জীবনের শেষদিন পর্যন্ত তাঁর পাশে ছিলেন সায়রা। আজ তাই নিজের জন্মদিনে ভালবাসার কথা আরও বেশি করে মনে পড়ছে বর্ষীয়ান অভিনেত্রীর।