নিজস্ব সংবাদদাতা: ১৯ মার্চ দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, মা হওয়ার তিন মাস সম্পূর্ণ হওয়ার আগেই নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী। এর আগেই অবশ্য সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে মানসী সেরে ফেলেছেন ফটোশুট। তবে এবার কোন চ্যানেলের কোন ধারাবাহিকের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মানসী?

আর কিছুদিনের মধ্যেই স্টার জলসায় শুরু হচ্ছে রাজরাজেশ্বরী রাণী ভবানী। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন মানসী সেনগুপ্ত। ইতিমধ্যেই তাঁর লুকের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন, তা বোঝাই যাচ্ছে। তবে এই ধারাবাহিকের ইতিবাচক নাকি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন মানসী, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, উল্লেখ্য এই ধারাবাহিকে দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়কেও। শোনা যাচ্ছে জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকের একাধিক সদস্যকে দেখা যাবে রাজরাজেশ্বরী রাণী ভবানীতে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল। 

এর আগে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছিলেন মানসী, সেই সময় তিনি জানিয়েছিলেন, মা হওয়ার পর খুব বেশি দিনের বিরতি নেবেন না। কয়েক মাসের মধ্যেই কাজে ফেরার ইচ্ছে ছিল তাঁর। যেমন ভাবা, তেমন কাজ। বাড়িতে নবজাতককে সামলে আবার আগের মতোই নিজের প্রিয় জায়গা শুটিং ফ্লোরে ফিরেছেন মানসী। এর আগে মা হওয়ার কয়েক মাসের মধ্যেই কাজ শুরু করতে দেখা যায় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকেও। মাতৃত্ব যে আসলে এখন কোনও কাজের জন্য বাধা নয়, তা বারবার প্রমাণ করছেন টলিউডের একাধিক তারকারা।