সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শাহরুখকে ৫০ লক্ষর উপহার মিকার!
হৃতিক রোশনের জন্মদিনের পার্টিতে শাহরুখের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয় মিকা সিংয়ের। প্রথম সাক্ষাতেই শাহরুখকে ৫০ লক্ষ টাকার উপহারও দিয়েছিলেন মিকা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই ঘটনা খোলসা করলেন গায়ক। তিনি জানান, শাহরুখের অনুরাগী হওয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন তিনি। যার মূল্য ছিল ৫০ লক্ষ।
বড়পর্দায় একফ্রেমে প্রিয়াঙ্কা-পরিণীতি?
একই পেশায় দুই বোন প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়া। কিন্তু অভিনয়ে দু'জনের রেষারেষি এখনও পর্যন্ত দেখা যায়নি। মাঝে দুই বোনের দ্বন্দ্বের কথা শোনা গেলেও তা একপ্রকার নাকচ করে দিয়ে বড় ঘোষণা করেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। এক সাক্ষাৎকারে তিনি প্রিয়াঙ্কা ও পরিণীতির একসঙ্গে বড়পর্দায় কাজ করার গুঞ্জনে স্বীকৃতি দিয়েছেন। তাঁর কথায়, "পরিকল্পনা অনুযায়ী কাজ হলে, তা ভালই হবে।"
প্রযোজনায় শ্রদ্ধা কাপুর
সম্প্রতি, সমাজমাধ্যমে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তাঁর নতুন কাজ ঘোষণা করেছেন। যদিও সরাসরি না বললেও অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন এবার প্রযোজকের ভূমিকায় আসছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লেখেন, 'নতুন ছবি নিয়ে আসব, আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। কী নাম দেওয়া যায় বলুন তো?' তাঁর এই পোস্ট ঘিরেই জল্পনার সূত্রপাত।
