সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী নীনা গুপ্তা একদিকে যেমন স্পষ্টবাদী, অন্যদিকে খোলামেলা স্বভাবের। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে জীবনটা বাঁচেন মাসাবা গুপ্তার মা। এক সময় ‘নারীবাদ’কে ‘ফালতু ধারণা’ বলে চরম বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। বলেছিলেন, “পুরুষ ছাড়া এগোতে পারে না নারীরা।” এবার আবার নারীবাদ নিয়ে মুখ খুললেন নীনা, তবে এবার একটু বেশিই সতর্ক। নিজের পুরনো মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন ভুলতে নারাজ তিনি।

 

এক সাক্ষাৎকারে, নীনা বললেন—“আমি আর কোনও বিতর্ক চাই না। সংবাদমাধ্যমে আমার কথা কেটে, মুছে, যেভাবে ছড়ায়… সেইটাই সমস্যা।” তবু যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, নারীবাদ নিয়ে আবার যদি কিছু বলার সুযোগ পান, কী বলবেন? নীনার জবাব আসে, “আমার কাছে নারীবাদ মানে, অন্তর থেকে শক্তিশালী হয়ে ওঠা। এটাই আমার নারীবাদ।” ফের অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ভেসে আসে, এই দেশে নারীদের জন্য তিনি কী চান?” উত্তরে নীনা বলেন, “আমি চাই ওরা নিরাপদ থাকুক। কিন্তু সেটা সম্ভব নয়। ওদের শিক্ষিত করতে বলে সবাই, কিন্তু শিক্ষিত হলে তারা কাজ করতে চাইবে। আর কাজ করতে গেলে ধর্ষণের শিকার হয়… এটা একটা অভিশাপ—মেয়ে হয়ে জন্মানো, বিশেষ করে গরিব ঘরের মেয়ে হলে। এমন বাস্তবতা দেখে কীভাবে আমি আশাপ্রদ কিছু বলি?”

 

নীনা আরও বলেন, ঝুপড়িতে যে মেয়েরা থাকে, তাদের অবস্থা আরও ভয়াবহ। “সমাধান চাই, কিন্তু মাথায় কিছুই আসে না,” জানালেন তিনি। উল্লেখ্য, এর আগে রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে গিয়ে তিনি বলেছিলেন, “আমি বলছি না মেয়েরা পুরুষদের সমান। ফালতু নারীবাদে বিশ্বাস করার কিছু নেই। নিজের কাজ আর অর্থনৈতিক স্বাধীনতায় মন দাও। কেউ গৃহিণী হলে, সেটাকে ছোট করে দেখো না—সেটাও সম্মানজনক কাজ। আত্মসম্মান বাড়াও, ছোট মনে করো না নিজেকে।”

 

একইসঙ্গে নীনার স্পষ্ট বার্তা -“পুরুষরা যেদিন গর্ভবতী হবে, সেদিনই আমরা সমান হব!”