সংবাদ সংস্থা মুম্বই: নীনা গুপ্তা সাধারণত মুখ খুললেই চলে আসেন খবরে। শুরু হয় বিতর্ক-ও। এবারও সে নিয়মের ব্যতিক্রম হয়নি। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী আবার একবার প্রমাণ করে দিলেন— তিনিই ‘নো ফিল্টার কুইন’! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে 'ভালবাসা না উপহার?' শীর্ষক প্রশ্নে তাঁর খোলামেলা জবাব চমকে দিয়েছে সবাইকে। ‘পঞ্চায়েত’ সিরিজ খ্যাত এই বর্ষীয়ান অভিনেত্রী বললেন, “আমি তো উপহার পাওয়াই অনেক বেশি পছন্দ করি ভালবাসা পাওয়ার থেকে। ভালবাসা আবার কী হে? ফালতু! আমি টাকাপয়সা,জিনিসপত্র পাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।”

নিজের বক্তব্যের নেপথ্যে যুক্তি দিতে নীনা এক মজার ঘটনাও শেয়ার করেন, যেখানে তিনি এক বন্ধুর সঙ্গে তাঁর স্বামীর আচরণ নিয়ে আলোচনা করছিলেন। তুলনা করছিলেন অন্যদের স্বামীদের মতো কী কী করেন না তাঁর স্বামী। তখনই তাঁর বন্ধু বলেন— “ ভালবাসার মধ্যেই কিন্তু জমি-বাড়ি, গয়না, শাড়ি—এসবও ঢুকে পড়ে! শুধু ‘আমি তোমাকে ভালবাসি ’ বললে হবে না, কিছু দিতেও হবে! স্বামীকে বল, অন্তত জন্মদিনে একটা শাড়ি তো চাই-ই!” বান্ধবীর এই কথাতেই বেশ মজা পেয়েছেন নীনা, আর তাঁর অনুরাগীরাও তাঁর এই “প্রেমের বাস্তববাদী ব্যাখ্যা” শুনে হেসে গড়াগড়ি!
এই মুহূর্তে নীনা গুপ্তা ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত ছবি ‘মেট্রো ইন দিনও...’-র প্রচারে। এ ছবি মুক্তি পেয়েছে এদিন অর্থাৎ ৪ জুলাই। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে নীনা অভিনয় করছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা, আদিত্য রায় কাপুর, সারা আলি খান প্রমুখদের সঙ্গে। পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের অন্যতম মুখ্যচরিত্রে।
