সংবাদসংস্থা মুম্বই: সমাজ মাধ্যম এখন ছেয়েছে বিবেক পাঙ্গেনির মৃত্যুর খবরে। তাঁর মৃত্যুতে শোকাহত নেট দুনিয়া। কে এই বিবেক পাঙ্গেনি? সমাজ মাধ্যমে বেশ বিখ্যাত ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী সৃজনা সুবেদী। নিজেদের জীবনের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরতেন তাঁরা।
ছোটবেলার প্রেম থেকে একসঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা। জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় ভর্তি হন বিবেক। সঙ্গে থাকেন স্ত্রী। ভালই কাটছিল দু'জনের নতুন সংসারের দিনগুলো। কিন্তু হঠাৎ ২০২২ সালে ব্রেন টিউমার ধরা পড়ে বিবেকের।
তারপর থেকে লড়াই শুরু দু'জনের। প্রতিদিন স্বপ্ন দেখা, সেই স্বপ্নে বাঁচাই ছিল তাঁদের দিনযাপনের চাবিকাঠি। জীবনের কঠিন সময়ের এই মুহূর্তগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতেন সৃজনা। কিন্তু এরপর সময় আরও কঠিন হল। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল বিবেকের। চিকিৎসকরা জানালেন, বিবেকের হাতে আর মাত্র ৬ মাস সময় রয়েছে। এই ৬টা মাস জীবনের সেরা মুহূর্ত কাটাতে চেয়েছিলেন বিবেক ও সৃজনা। এক মুহূর্তও চোখের জল ফেলতেন না দু'জন। হাসি মুখেই জীবনযুদ্ধ জয় করবেন বলে ভেবেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিবেক।
তাঁর মৃত্যুতে শোকাহত নেটিজেনরা। আধুনিক যুগে ভালবাসার উদাহরণ হয়ে ছিলেন বিবেক ও সৃজনা। পরিস্থিতির কাছে ভালবাসার মৃত্যু মেনে নেওয়াটা কঠিন হয়ে পড়েছে নেটিজেনদের কাছে।
