নিজস্ব সংবাদদাতা: 'প্ল্যাটফর্ম ৮'-এ মুক্তি পেল নতুন ওয়েব ছবি ফিল্ম 'দুগ্গা দুগ্গা'। অমৃতা চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, ফাহিম মির্জা, ময়না মুখোপাধ্যায়, জয়িত্রী চৌধুরী, অর্কপ্রভ ভট্টাচার্য্য, সমীহ দে, আকাশদীপ দাশগুপ্তকে দেখা যাচ্ছে এই ছবিতে। কলকাতার দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি মন ছোঁয়া গল্প বলছে এই ছবি। পরিচালনায় জিৎ চক্রবর্তী।
১২ অক্টোবর ২০২৪ থেকেই প্ল্যাটফর্ম ৮-এ দেখা যাচ্ছে 'দুগ্গা দুগ্গা। এই ছবি কলকাতার দুর্গাপুজোর অনুভূতি, সাবেকি পুজোর আমেজকে ফের নতুনভাবে তুলে আনবে দর্শকের কাছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। এর মাঝে এই ছবিটি দর্শকের মনে যে এক আবেগ জাগিয়ে তুলবে, এই বিষয়ে আশাবাদী নির্মাতারা। দুর্গাপুজোর আবহে মুক্তি পেলেও এখনও দারুণ প্রতিক্রিয়া পাচ্ছে এই ওয়েব ছবিটি।
এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় বলছেন, "দুগ্গা দুগ্গা ছবিতে আমার চরিত্রটা বেশ আকর্ষণীয়। এমন চরিত্রে দর্শক এর আগে আমায় দেখেনি। এই ছবিটা একজন সাদামাটা মেয়ের প্রতিদিনের জীবনকে তুলে ধরেছে। এই ছবিতে দেখানো হয়েছে এমন একটা মেয়েকে যে বুঝতে পারবে আসল ভালবাসার মূল্য।"
পরিচালক জিৎ-এর কথায়, "এই ছবিতে একাধিক ভাল, প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী রয়েছেন। ছবির মিউজিক কম্পোজ করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির গানগুলি গেয়েছেন ইক্ষিতা মুখোপাধ্যায়। ছবিটির গল্প লিখেছেন অরিত্র অয়ন ও চিত্রনাট্য লিখেছেন অভিনন্দন দত্ত। এই সবার কাজ মিলে এত সুন্দর একটা ছবি তৈরি হয়েছে যা সিনেমাপ্রেমীদের পক্ষে সত্যিই একটা উপহারের মতোই।"
