নিজস্ব সংবাদদাতা: শুটিংয়ের ভেতরেই চলছে শুটিং। সেখানেই ইন্ডাস্ট্রির সেরা নায়িকা হয়ে অভিনেত্রী পায়েল দত্ত। জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকে নতুন জুটি 'ইন্দ্রকুমার' এবং 'বাসবদত্তা'। 'বাসবদত্তা'র চরিত্রে অভিনয় করছেন পায়েল দত্ত।
'নিম ফুলের মধু' ধারাবাহিক ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন পায়েল। ধারাবাহিকের নতুন ট্র্যাক নিয়ে আজকাল ডট ইনকে পায়েল বলেন, "অভিনেত্রী বাসবদত্তার চরিত্রে অভিনয় করছি আমি। ইন্দ্রকুমার এবং বাসবদত্তা সেরা জুটি - এভাবেই দেখানো হচ্ছে গল্পে। পর্নার অফিসে বিশেষ কিছু কাজে দেখা যাবে এই জুটিকে। স্বাভাবিকভাবেই পর্না খুব উচ্ছ্বসিত এই জুটিকে দেখে।"
কিন্তু গল্প এখানেই শেষ নয় পায়েল আরও বলেন, "ইন্দ্রকুমারের নারীকেন্দ্রিক নানান ঘটনা রয়েছে জীবনে, সেখান থেকেই সম্ভবত গল্পে নতুন মোড় আসবে। বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার খানিকটা প্রতিচ্ছবি হয়তো দেখা যেতে পারে এই ধারাবাহিকে। তবে আমার চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক, তা এখনই বলা যাচ্ছে না। গল্প বা পরিস্থিতি অনুযায়ী হয়তো বদলাবে। তবে এই ট্র্যাকে বাসবদত্তা চরিত্রের বেশ গুরুত্ব আছে, যা হয়তো ধীরে ধীরে দেখতে পাবেন দর্শক।"
অর্থাৎ এই মুহূর্তে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে সমাজের কিছু পরিস্থিতি ধীরে ধীরে দেখানো হবে। ক্ষমতাশালী বা প্রভাবশালী মানুষেরা ক্ষমতার শিখরে থেকে কীভাবে অন্যান্য মানুষদের জীবন নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করেন তা ফুটে উঠবে গল্পে। 'মি টু' আন্দোলনের পর বহু মানুষের আসল চেহারা প্রকাশ্যে এসেছে, ঠিক সেই ঘটনাই এবার দেখানো হবে জি বাংলার 'নিম ফুলের মধু ধারাবাহিকে। 'পর্না' যে সত্যের সঙ্গে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু 'বাসবদত্তা' কী পরবর্তী সময়েও 'ইন্দ্রকুমার'-এর পাশে থাকবে নাকি তার জীবনের গল্প আসলে ঘুরিয়ে দেবে ধারাবাহিকের মোড়, এটাই এখন দেখার। পায়েল নিজেও দেখতে চান এই চরিত্রকে কীভাবে দেখানো হবে পরবর্তী সময়ে।
