রাজ চক্রবর্তী। নিপাট পারিবারিক, শান্তশিষ্ট, পত্নীনিষ্ঠ বলেই তিনি পরিচিত। ইংরেজিতে যাকে বলে ‘ফ্যামিলি ম্যান’। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর ভালবাসার নিদর্শন মেলে প্রত্যেক মুহূর্তে। দুই সন্তান ইউভান এবং ইয়ালিনী তাঁর চোখের তারা। কিন্তু জানেন কি, বাংলার অন্যতম পরিচালকের মনের সিংহভাগ জুড়ে রয়েছেন অন্য কেউ? রাজ দাবি করেছেন, তিনি সবচেয়ে বেশি ভালবাসেন সেই মানুষটিকেই। রবিবাসরীয় সকালে সে কথাই প্রকাশ্যে আনলেন তিনি।

৭ সেপ্টেম্বর রাজের জীবনের অন্যতম প্রিয় মানুষের জন্মদিন। তিনি সৃষ্টি পাণ্ডে। রাজের ভাগ্নি। যাঁকে রাজ প্রযোজিত নানা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এই মুহূর্তেও সৃষ্টি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন। বিশেষ দিনে ভাগ্নির সঙ্গে কাটানো মিষ্টি সব লেন্সবন্দি মুহূর্ত প্রকাশ্যে এনেছেন পরিচালক। সৃষ্টির মুখে ভাত থেকে শুরু করে বর্তমান সময়ে তাঁর সঙ্গে কাটানো দিনের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘মামা’। তবে সবচেয়ে নজর কেড়েছে প্রথম ছবিটি। সেখানে দেখা যাচ্ছে, তরুণ রাজের কোলে বসে একরত্তি সৃষ্টি। তাঁর মাথায় ওড়না, গলায় ফুলের মালা, কপালে চন্দনের সাজ, ছোট্ট ছোট্ট পায়ে নুপূর।

ছবিগুলি পোস্ট করে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। এক পৃথিবী উচ্ছ্বাস তোমার জন্য। এই পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকেই ভালবাসি।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Raj Chakrabarty ???????? (@rajchoco)