রাজ বলছেন ‘হোক কলরব’! পাশে রয়েছেন শাশ্বত-শুভশ্রী, কোন নতুন চমক আনছেন, জেনে নিন
নতুন ছবি নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। নাম ‘হোক কলরব’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম মোশন পোস্টার। ছাত্র রাজনীতির উপর তৈরি রাজের নতুন ছবি। অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ওম সাহানি, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য এবং অভীকা মালাকার।
বেশ কয়েক বছর বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ছবির দিকে নজর দিয়েছেন রাজ। বানিয়েছেন ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘সন্তান’-এর মতো ছবি। মনে করা হচ্ছে, ‘হোক কলরব’ সেই তালিকায় নতুন সংযোজন। বুধবার, গণেশ চতুর্থীর দিন নতুন ছবির মহরতের পুজো করলেন রাজ-শুভশ্রী। উপস্থিত ছিলেন ছবির অন্যান্য তারকারাও।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Raj Chakraborty Entertainment (@rcepvt)
ছবির ঘোষণার পরেই তা নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পুজোর পর রাজের অফিসেই হাসি-ঠাট্টায় মাতলেন ‘হোক কলরব’-এর শিল্পীরা। এই ছবির প্রস্তুতির জন্য বিশেষ ওয়ার্কশপও করিয়েছিলেন রাজ। তখনও যদিও নতুন প্রকল্প নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু ২০২৩ সালে সাড়া জাগিয়েছিল গোটা রাজ্যে। অভিযোগ, ছাত্র মৃত্যুর পিছনে ছিল প্রাক্তন পড়ুয়াদের অত্যাচার, 'ব়্যাগিং'। প্রশ্ন উঠেছিল শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও আওয়াজ উঠেছিল সেই সময়। আরও একবার সাড়া জাগাতে চলেছে এই ঘটনা। এই মর্মান্তিক ঘটনাকেই নিজের মতো করে পর্দায় সাজিয়ে তুলতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
সূত্রের খবর, যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের পরিণতিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। রাজের এই ছবি নিয়ে টলিপাড়ায় কয়েকদিন ধরেই আলোচনা চলছে। তবে ‘হোক কলরব’-এর বিষয়বস্তু নিয়ে এখনও কিছু খোলসা করেননি রাজ।