বলিউডের চিরবিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও আলোচনার কেন্দ্রে। এবার তিনি ঝাঁপিয়ে পড়েছেন নতুন এক বিতর্কে। তাঁর প্রিয় ‘ভাই’ সলমন খানের পাশে দাঁড়াতে আবেগের ঝুলি উজাড় করে দিয়েছেন। পরিচালক অভিনব কাশ্যপের সাম্প্রতিক অভিযোগের জবাবে তীব্র ভাষায় পাল্টা আক্রমণ চালিয়েছেন রাখি। তাঁর দাবি, অভিনব অর্থের লোভে মিথ্যা ছড়াচ্ছেন এবং এমনকি ‘দাবাং’ ছবির শুটিং চলাকালীন নাকি অসদাচরণও করেছিলেন।
রাখি স্বভাবসিদ্ধ নাটকীয় ভঙ্গিতে ক্ষোভ উগরে দিয়ে অভিনবের উদ্দেশ্যে বলেন, “তোকে যেখানেই পাব, সেখানেই জুতো দিয়ে মারব। কেউ একজন ওকে পরিচালক হিসাবে দাবাং–এ নিয়েছিল। জানি না সে কে! আমি ওর নাম নেব না। ওই টেকোর নাম নিয়ে আমার মুখ খারাপ করব না।”
এরপর রাখি বলেন, “ভাই (সলমন) চুম্বন পছন্দ করেন না, চুম্বন দৃশ্যও করেন না। তিনি দেবতুল্য মানুষ। সলমন সব সময় নারীদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহকর্মীদের প্রতি বিনয়ী।”
এখানেই থামেননি রাখি। তিনি অভিনবের বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন যে, ‘দাবাং’এর সেটে তিনি অনৈতিক আচরণ করেছিলেন এবং ছবির জন্য ধার্য সম্পদের অপব্যবহার করেছিলেন। তাঁর কথায়, “ওই লোকটা মেয়েবাজি শুরু করে দিয়েছিল। তাই ওকে প্রোজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়। আমি মনে করি, অভিনবকে সলমনের শত্রুরা প্রভাবিত করেছে, অথবা টাকার বিনিময়ে সে সলমনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
রাখি নিজের আনুগত্য প্রকাশ করে বলেন, “আমি সলমনের জন্য নিজের গলা পর্যন্ত কেটে দিতে পারি। তিনি বহু শিল্পীর পাশে দাঁড়িয়েছেন, তাদের কেরিয়ার গড়তে সাহায্য করেছেন। অথচ কৃতজ্ঞতা দেখানোর বদলে অনেকেই তাঁর নামে বিতর্ক সৃষ্টি করে।”
কয়েক বছর ধরে সলমন এবং তাঁর পরিবারকে নিয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করে আসছেন অভিনব। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সলমনের আত্মবিশ্বাসের অভাব এবং সেই কারণেই ‘দাবাং’ ছবিতে ভাই আরবাজ খানের বেশ কিছু দৃশ্য কেটে দেন। তাঁর দাবি, সলমন এবং আরবাজ একে অপরকে ‘ঘৃণা’ করেন এবং ছবির শুটিংয়ের সময় সেটে তাদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক হয়েছে।
অভিনব আরও অভিযোগ যে, একবার সলমন ছবির চূড়ান্ত সম্পাদনা নিজের নিয়ন্ত্রণে রাখতে তাঁর সম্পাদককে ‘অপহরণ’ করেছিলেন। তাঁর কথায়, “সলমন আমার এডিটরকে এবং এডিটিং মেশিনকে অপহরণ করে নিজের ফার্মহাউসে নিয়ে গিয়েছিল। পরে এডিটর ফার্মহাউসে ভোল্টেজের সমস্যার বিষয়ে বোঝানোর পরই তাকে ছেড়ে দেন। সলমন একবার আমার এডিটরকে হুমকিও দিয়েছিল— ‘পরিচালক যদি ছবি নিয়ে ছেলামানুষি করে, আমি ওর পিঠে সিলিন্ডার ঠেলে দেব।’”
একদিকে অভিনব কাশ্যপের অভিযোগে সলমনের ভাবমূর্তি প্রশ্নের মুখে। অন্য দিকে সলমনের পাশে দাঁড়াতে রাখির নাটকীয় প্রতিক্রিয়া বিতর্কের পালা যেন নতুন করে হাওয়া দিয়েছে।
