সংবাদসংস্থা মুম্বই: 'মর্দানি' ও 'মর্দানি ২'-এর পরে আরও একবার বড়পর্দায় ফিরছেন 'শিবানী শিবাজী রায়'। 'মর্দানি'র সিক্যুয়েলের পর আবারও এই চরিত্রে দুষ্টের দমন করতে আসছেন রানি মুখার্জি। 'মর্দানি'র দশ বছর পর 'মর্দানি ৩'-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হল যশ রাজ ফিল্মসের তরফে। 

আগের দুটি পর্বই দারুণ সাফল্য পেয়েছিল বক্স অফিসে। পুরুষ শাসিত সমাজে নারীর ভূমিকাকে নতুন মাত্রা এনে দেয় রানির অভিনীত এই চরিত্রটি। একজন দৃঢ়প্রতিজ্ঞ, নির্ভীক পুলিশ অফিসার হিসেবে 'শিবানী' তাঁর সততার সঙ্গে ন্যায় বিচারের প্রতি অটল থাকেন। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তাঁর লড়াই দর্শকের কাছে অনুপ্রেরণার সমান। 

২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি'। এরপর ২০১৯-এ আসে এর সিক্যুয়েল। গত বছরই 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র প্রচারে এসে রানি 'মর্দানি ৩'-এর ইঙ্গিত দিয়েছিলেন। রানির কথায়, "চলচ্চিত্র জগতে দৃষ্টান্ত স্থাপন করেছে 'শিবানী'র চরিত্রটা। তাই এই চরিত্রে আমি আবারও অভিনয় করতে চাই। একজন নারীর আসল ক্ষমতাকে এই ছবির গল্পে আরও একবার ফুটিয়ে তুলতে আমি আগ্রহী।"

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে 'মর্দানি ৩'-এর চিত্রনাট্য। বর্তমানের উত্তাল পরিস্থিতির কী সংযোজন থাকবে এই ছবির গল্পে? তা যদিও এখনই জানা যায়নি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিনেতা নির্বাচন পর্ব। তবে আরও একবার দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে রানিকে দেখার জন্য উত্তেজিত তাঁর অনুরাগী মহল।