সংবাদ সংস্থা মুম্বই: এক অনাথ শিশু, যে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। বাইরে থেকে হাসিখুশি, সফল। আর ভিতরে জমে থাকা অজস্র প্রশ্ন, শূন্যতা আর একাকীত্ব। আর এই চরিত্রেই পর্দায় ফিরছেন অভিনেত্রী রিচা চাড্ডা, মা হওয়ার পরে প্রথমবার ক্যামেরার সামনে।
৩৮ বছর বয়সী রিচা গত বছর জুলাই মাসে কন্যা জুনেইরা ইদা ফজল-এর জন্ম দেন। তারপর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতির পর আবার কাজে ফিরছেন তিনি। আর এই কামব্যাক এতটা স্পেশ্যাল বলেই, ছবি মুক্তির আগেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। নতুন ছবির শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। রিচা অভিনয় করবেন একজন উচ্চবিত্ত উদ্যোক্তার চরিত্রে, যিনি জন্ম থেকেই অনাথ এবং যাঁর জীবনের খাতায় শুধুই লড়াই আর প্রমাণ করার দায় রয়েছে। চরিত্রটা যেমন শক্তিশালী, তেমনই আবেগপ্রবণ। নির্মাতাদের আশা, রিচার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটার জন্য তৈরি।
রিচার কথায়, “এই চরিত্রটা আমার কাছে শুধু একটা রোল নয়, একটা জার্নি। ছবির চিত্রনাট্য যখন পড়ি, কেমন যেন থমকে গেছিলাম। এতটা গভীর, অথচ হালকা! এতটা আবেগঘন, অথচ হাস্যরসের মোড়কে। বাস্তব জীবনের মতোই টানাপোড়েনে ভরা এই গল্প।” তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় যেখানে মানুষ ডিজিটাল সংযোগে ব্যস্ত, সেখানে এই গল্প বলবে সত্যিকারের টানের —ভালবাসা, পরিবার এবং নিজের শেকড়ের খোঁজ।”
এই প্রজেক্টের পরেই তিনি অভিনয় করবেন একটি মিউজিক্যাল রোমান্টিক কমেডিতে, যার শুটিং শুরু হবে অক্টোবর মাসে।
