দীর্ঘ দিন ধরে বলিউড থেকে দূরে ছিলেন। সলমন খানের সঙ্গে বড় পর্দায় ফিরে আসার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা রজত বেদি। কিন্তু সেই সুযোগের ঠিক আগেই জীবন নেয় এক অপ্রত্যাশিত মোড়। আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এর হাত ধরে নজরকাড়া প্রত্যাবর্তন হয়েছে অভিনেতার। তবে তার অনেক আগেই রজতের অভিনয় করার কথা ছিল সলমনের ‘রাধে’ ছবিতে। এমনকি তিনি সেই ছবির প্রস্তাবও গ্রহণ করেছিলেন। কিন্তু সলমন তা জানা মাত্রই রজতের সঙ্গে দেখা করেন এবং তাঁকে আরও একটু অপেক্ষা করার পরামর্শ দেন। অভিনেতার জন্য আরও বড় ‘কামব্যাক’ পরিকল্পনা করারও প্রতিশ্রুতি দেন ‘ভাইজান’। এরপর রজতকে ‘রাধে’ থেকে সরিয়ে দেওয়া হয়।
এক পুরনো সাক্ষাৎকারে রজত বলেন, “রাধে ছবির অফার আমি পুরোপুরি গ্রহণ করেছিলাম। মুখেশ ছাবড়ার অফিস থেকে ফোন এসেছিল যে আমি নির্বাচিত হয়েছি। আমি খুব খুশি হয়ে ছবির লেখকের সঙ্গেও দেখা করি। তিনিও খুবই আনন্দিত ছিলেন। আমি ভেবেছিলাম, এই ছবির মাধ্যমে খুব ভাল একটা কামব্যাক হবে।”
এক সময় খলনায়ক হিসাবে বলিউডে নজর কেড়েছিলেন রজত। একাধিক বড় বাজেটের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আলোকবৃত্ত থেকে সরে যান অভিনেতা। সলমনের ‘রাধে’র হাত ধরে ফের ঘরওয়াপসির আশা বুনছিলেন তিনি। রজতের কথায়, “এটা ছিল দারুণ একটা প্রোজেক্ট, আর সলমন ভাইয়ের সঙ্গে কাজ করা তো প্রত্যেক অভিনেতারই স্বপ্ন। আমাদের পরিবারের সঙ্গে সলমন ভাইয়েরও অনেক পুরনো সম্পর্ক। আমার বাবা, দাদা সবাই সালিম খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। তাই তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাই আমার কাছে সম্মানের।”
তবে সলমনের পরিকল্পনা ছিল অন্য। রজত বলেন, “ভাই আমাকে ডেকে বললেন, ‘রজত, তুমি একটু অপেক্ষা করো। আমি তোমাকে এমন একটা কামব্যাক দিতে চাই, যা ‘রাধে’র থেকেও ভাল হবে।’ আমি চুপ করে গেলাম। ভাই আরও বললেন, ‘তোমার উচ্চতা, চেহারা, ব্যক্তিত্ব সবই দারুণ। তুমি নিজেকে খুব ভালভাবে মেইনটেইন করছ। তুমি অপেক্ষা করো, আমি তোমাকে বড় একটা কামব্যাক দেব।’ ভাইকে না বলবে কে!”
সম্প্রতি এক সাক্ষাৎকারে রজত আবারও সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “রাধে ছবির জন্য প্রভু দেবা স্যারের মাধ্যমে আমাকে ডাকেন। সলমন ভাইও সেখানে ছিলেন। তিনি বলেন, ‘এই ভূমিকাটা তোমার জন্য উপযুক্ত নয়।’ আমি তখন ভীষণ মনখারাপ করেছিলাম। আমি বলেছিলাম, ‘স্যর, আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, আর আপনি বলছেন অপেক্ষা করতে!’ কিন্তু ভাই যখন প্রতিশ্রুতি দিলেন, আমি রাজি হয়ে গেলাম।”
রজত যদিও এখনও সলমনের সঙ্গে বড় পর্দায় কাজ করেননি, তবে সলমন ‘দ্য ব্যাডস অফ বলিউড’এ বিশেষ উপস্থিতি রেখেছেন। যে কাজের হাত ধরে ফের বলিউডে ফিরে এসেছেন রজত।
