সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান মানেই অ্যাকশন, স্টাইল আর স্টারডমের ককটেল। কিন্তু জানেন কি, তাঁর এই জনপ্রিয়তার পিছনে অনুপ্রেরণা কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন জানালেন সে জবাব। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার জানিয়েছেন, নিজের কেরিয়ারে তিনি সবচেয়ে বেশি অনুসরণ করেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। এমনকী ধর্মেন্দ্রর নিজের দুই ছেলে সানি এবং ববির থেকেও বেশি অনুসরণ করেছেন!
সলমন স্পষ্ট ভাষায় বলেন, "ধর্মেন্দ্রজি ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি। বাবার পর যদি কাউকে আমি অনুসরণ করেছি, তিনি হলেন ধর্মেন্দ্র। এমনকী, আমি ওঁকে এতটাই অনুসরণ করি যতটা ওঁর নিজের ছেলেরাও করেন না!” স্বভাবতই ‘টাইগার’-এর মুখে এই মন্তব্যে শুনে রীতিমতো চমকে গেছে নেটদুনিয়া! কিন্তু এখানেই শেষ নয়। যখন সলমনকে জিজ্ঞেস করা হয়, ধর্মেন্দ্রর কোন কোন ছবির রিমেক করতে চান কি না, তখন একেবারে নির্দ্বিধায় জানিয়ে দেন নিজের ইচ্ছের কথা। বিন্দুমাত্র দ্বিরুক্তি না করেই তিনি বলে উঠলেন ধর্মেন্দ্র অভিনীত কিছু জনপ্রিয় ছবির নাম—"আমি ‘চাচা ভাতিজা’ করব, ‘সীতা ঔর গীতা’ করব, ‘শোলে’ তো অবশ্যই করব! আর ‘রাম বলরাম’ও করব। ধর্মেন্দ্রজির প্রায় সব সিনেমাই আমি দেখেছি।”
এইমুহূর্তে, সলমন এখন নিজের নতুন ছবি ‘সিকান্দর’ নিয়ে আলোচনার শীর্ষে। যদিও সমালোচকরা বলছেন, ছবির ইমোশনাল দিক খানিক দুর্বল, তবে সলমনের স্টাইল, অ্যাকশন ও ‘দর্শক টানার ক্ষমতা, মতের উপর মন্দভাবে কাজ করছে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই!’
সলমন খান ও ধর্মেন্দ্রর এই ‘গুরু-শিষ্য’ সম্পর্ক নিয়ে বলিউড এখন সরগরম। তবে কি ভবিষ্যতে সত্যিই দেখা যাবে ধর্মেন্দ্রর কোনও ব্লকবাস্টার ছবির রিমেকে সলমনকে? উত্তরের অপেক্ষায় রইল ভক্তরা।
