কলকাতা নয়, সন্দীপ্তা সেনের ঠিকানা আপাতত চণ্ডীগড়। হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’র শুটের কারণে ছাড়তে হয়েছে প্রাণের শহরকে। ঘরে ফেরার অপেক্ষার মাঝেই চলে এল জন্মদিন। গুগল বলছে ৩৯-এ পা রাখলেন টেলিপাড়ার মিষ্টি হাসির মেয়ে।
প্রত্যেক বার সন্দীপ্তার বিশেষ দিনটি কাটে কাছের মানুষদের সান্নিধ্যে। ডায়েট ভুলে পেটপুরে খাওয়াদাওয়া। পছন্দসই সব পদ দিয়ে হয় রসনাতৃপ্তি। তবে এবার সেসব আর হল কই! তবে জীবনের নতুন বছর শুরু করার আগেই সবচেয়ে সুন্দর উপহার পেলেন পর্দার দুর্গা। স্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ দিনটি কাটাতে কলকাতা থেকে সোজা চণ্ডীগড় উড়ে গেলেন নায়িকার স্বামী সৌম্য মুখোপাধ্যায়। ব্যস্ত রুটিনকে ফাঁকি দিয়ে আপাতত তাঁরা পাহাড়-যাপনের প্রেমে বুঁদ।
আজকাল ডট ইন-কে সন্দীপ্তা বলেন, “আমি আপাতত কাজের জন্য চণ্ডীগড়েই আছি। গতকাল (মঙ্গলবার) রাতেই সৌম্য এখানে চলেছে এসেছে আমার সঙ্গে এই দিনটা কাটাবে বলে। ও আসায় আমি খুব খুশি। কাজের মধ্যেই একটু সময় বার করে নিয়েছি। এখান থেকে আমরা হিমাচল প্রদেশের থিওগ বলে একটা জায়গায় এসেছি। খুব সুন্দর পাহাড়ি গ্রাম। ভাল সময় কাটছে।”
একদিনের ছুটিতে লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাক ছেড়ে প্রকৃতির কাছে আশ্রয়। ভালবাসার মানুষের সান্নিধ্য। জন্মদিনে এর চেয়ে ভাল উপহার আর কীই বা হতে পারে! কিন্তু সৌম্যর থেকে কী পেলেন সন্দীপ্তা? প্রশ্ন করতেই লাজুক হাসি। বললেন, “প্রত্যেক বারের মতো এই বছরও প্রচুর প্রচুর গিফট পেয়েছি। সারপ্রাইজ পেয়েছি। কিন্তু সেগুলো এতটাই ব্যক্তিগত যে আমি সকলকে জানাতে চাই না।”

২০২৩ সালে ভালবেসে বিয়ে করেন সৌম্য-সন্দীপ্তা। নায়িকার হোয়্যাটসঅ্যাপ ডিপি থেকে জীবনের রোজনামচা — সবেতেই ওতপ্রোত ভাবে জড়িয়ে তাঁর ভালবাসার মানুষটি। জন্মদিনেও তাই বাধা হয়ে দাঁড়াল না দূরত্ব।
হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘নষ্টনীড়’-এর গল্পের আদলে তৈরি ‘সম্পূর্ণা’। শো রানার অদিতি রায়। ২০২২ সালে ‘করুণাময়ী রাণী রাসমনি’ ধারাবাহিকে শেষবারের মতো দেখা গিয়েছিল সন্দীপ্তাকে। মা সারদার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার আরও বড় পরিসের মেলে ধরেছেন নিজেকে। সন্দীপ্তার কথায়, “এটা ভেবে ভাল লাগছে যে ওরা নষ্টনীড়কে নিয়ে একটা ধারাবাহিক করার কথা ভেবেছে। তবে এটাকে ঠিক ধারাবাহিক বলাও ভুল হবে। ওই সিরিজটিকে ১২০-১৩০ এপিসোডে বিস্তার করার পরিকল্পনা। এটাকে একটা টেলিভিশন সিরিজ বলাই ভাল।”
শুটের কারণে আপাতত চণ্ডীগড়েই বেশ কিছু দিন থাকবেন সন্দীপ্তা। মাঝে দু’দিনের জন্য এসেছিলেন শহরে। আবার ফিরে যান। নায়িকা বলেছিলেন, “নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত ওখানেই থাকব। তারপর আবার কলকাতা। পুজোতেও হয়তো ছুটি পাব না। অষ্টমীতে যে টুক করে একবার এসে অঞ্জলিটা দিয়ে যাব, সেই উপায়ও নেই।”
২০০৮ সালে ‘দুর্গা’ দিয়ে যাত্রা শুরু। এরপর টাপুর টুপুর, তুমি আসবে বলের মতো জনপ্রিয় সব ধারাবাহিক এসেছে সন্দীপ্তার ঝুলিতে। অভিনয় গুণে খুব কম সময়েই টেলিপাড়া তথা টলিউডে পাকা করেছেন নিজের জায়গা। নায়িকার কথায়, “আমাকে প্রথমে সবাই দুর্গা বলে চিনত ঠিকই। কিন্তু আমার অন্যান্য ধারাবাহিকগুলোও একই রকম পছন্দ করেছে। টেলিভিশনের সুবাদেই যে এত ভালবাসা পেয়েছি, সেটা বলতে কোনও দ্বিধা নেই।”
