ইন্দ্রাণীর মন জয় করার পরীক্ষায় রোজ বিভিন্নভাবে ফেল করছে কুসুম। কিন্তু হাল ছাড়ছে না সে। তার পাশে আছে ঈশান। এমনই বাউন্ডুলে বলে ঈশানের পরিচিতি আছে, তবে কুসুমের সে 'বেস্ট ফ্রেন্ড'। অন্যদিকে, আয়ুষ্মানের কাছেও বড্ড আনকোরা কুসুম। কীভাবে আয়ুষ্মানের সঙ্গে মিল হবে কুসুমের? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভি লাইন স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এর শুটিং ফ্লোরে।


তিন মূর্তির আড্ডা

ফ্লোরে এখন শুটিং বন্ধ। কারণ, লাঞ্চ ব্রেক চলছে। তাই এই ফাঁকে আলো নিভিয়ে ভাত-ঘুম দিয়ে নিচ্ছেন টেকনিশিয়ানরা। ফ্লোরে যখন আলো কম আঁধার বেশি, তখন মেকআপ রুম কিন্তু জমজমাট।‌ বাইরে থেকে রীতিমতো হই হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ছেলেদের মেকআপ রুমে চলছে কফি বানানোর কম্পিটিশন। ঠিক উল্টোদিকে মেয়েদের মেকআপ রুমে কুসুমের কথায় হেসে গড়াগড়ি বাকি আর্টিস্ট। সুযোগটা আর হাতছাড়া করা যায় নাকি? তাড়াতাড়ি তিন মূর্তিকে একজোট করা হল। তিন মূর্তি মানে পর্দার আয়ুষ্মান, কুসুম ও ঈশান ওরফে সপ্তর্ষি রায়, তানিষ্কা তিওয়ারি ও আর্য দাশগুপ্ত। 

 

আরও পড়ুন: প্রায় আড়াই বছর পর আবার আবার পরিচালনার দায়িত্বে ফিরলেন অয়ন সেনগুপ্ত, নতুন শুরু নিয়ে কী জানালেন তিনি?


নায়িকার সিক্রেট ফাঁস 

একসঙ্গে আড্ডা দিতে বসে ফিসফিস করে কথা বলছেন তানিষ্কা-আর্য। মাঝেমধ্যেই দু'জনে মুখে হাত চাপা দিয়ে হেসেও উঠছেন। ওদিকে চুপ সপ্তর্ষি, ব্যাপার কী? নিজেদের হাসি থামিয়ে আর্য বলেন, "এসব আমাদের চলতেই থাকে। সপ্তর্ষিদাকে লেগপুল করা হয়। আসলে আমি ও তানিষ্কা আগেও একসঙ্গে কাজ করেছি, তাই আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং। সেই স্ট্রং বন্ডিং দিয়েই ঘায়েল করি ওকে।" আর্যর কথা শেষ হতেই সপ্তর্ষি বলে ওঠেন, "হ্যাঁ, ঘায়েল করাচ্ছি দাঁড়া! আমি একটু চুপচাপ, সেই সুযোগটাই নেয় ওরা আসলে। বাচ্চা মানুষ ভেবে ওদের ক্ষমা করে দিই।" সপ্তর্ষির জবাবে তিনজনেই হেসে ওঠেন। গল্পে 'কুসুম' রান্নায় পটু, বাস্তবে তানিষ্কাও কি হেঁসেলে ওস্তাদ? প্রশ্ন শুনে দু'হাত দিয়ে মুখ ঢাকেন নায়িকা। আর্য জোর করে তানিষ্কার হাত সরিয়ে বলেন, "বল, জবাব দে। আমিই বলছি, সামান্য নুডুলস পর্যন্ত বানিয়ে খাওয়ায়নি। কিচ্ছু পারে না।" আর্যকে দু'ঘা দিয়ে তানিষ্কার জবাব, "সব সময় এরকম বলে। আমি রান্না পারি, কিন্তু দেখাই না।" তড়িঘড়ি সপ্তর্ষির জবাব, "একদম না। জল গরম করতে পারে কিনা সন্দেহ। এসব কথায় একদম বিশ্বাস করবেন না।"

 


মায়ের প্রিয় ছেলে 


দুই ভাইয়ের মধ্যে মা অর্থাৎ পর্দার ইন্দ্রাণী কাকে বেশি ভালবাসে? এই চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু। আর্যর কথায়, "আমাদের দুই ভাইকেই খুব ভালবাসে। অঞ্জনাদির সঙ্গে এর আগেও বহু কাজ করেছি, সেটের সবার খেয়াল রাখেন। একটা মা, মা ভাইব আছে।" সপ্তর্ষি বলেন, "আর্য একদম ঠিক বলেছে। অঞ্জনাদি মায়ের মতো আগলে রাখেন যেমন, তেমন কিছু ভুল করলে বুঝিয়েও দেন।"


কথার মাঝেই মেকআপ রুমে ঢুকল কুসুমের প্রিয় পোষ্য! ছোট্ট ছাগলছানাকে নিয়েই এখন শুরু হবে পরবর্তী দৃশ্যের শুট। তাই ফ্লোরে যেতে হবে তানিষ্কাকে। বাইরে তুমুল বৃষ্টি! আর ফ্লোরের ভিতরে গরম চায়ের আয়োজন। সব মিলিয়ে একশোয় একশো কুসুমের অফ স্ক্রিন আড্ডা।