সংবাদ সংস্থা মুম্বই: সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘নাদানিয়া’ মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ট্রোলিংয়ের ঝড়। খুশি কাপুরের সঙ্গে তাঁর জুটি নিয়ে জনতামহলে প্রাথমিক আগ্রহ থাকলেও, ছবি ঘিরে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি। দুর্বল সংলাপ, খাপছাড়া অভিনয়ের জন্য খুশি কাপুরের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হয়েছেন সইফ-পুত্রও। এবার ইব্রাহিমের অভিনয় নিয়েমুখ খুললেন তাঁর ঠাকুমা তথা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর খোলাখুলি বলেন, “সারা আর ইব্রাহিম দু’জনেই চেষ্টা করছে ভাল কিছু করার। তবে ইব্রাহিমের এই ছবি ভাল হয়নি। ও দেখতে অবশ্য ভীষণ হ্যান্ডসাম, চেষ্টা করেছে নিজের মতো করে। তবে ছবিটা একেবারেই ভাল না... এই কথা প্রকাশ্যে সেভাবে বলা উচিত না হয়তো। তবু সত্যি কথা বললে — ছবি একেবারেই ভাল হয়নি। কারণ সবার শেষে ছবি ভাল হওয়া চাই। ওটাই শেষ কথা!”
এই সৎ মূল্যায়নের পাশাপাশি, সারা আলি খানকে নিয়ে যে আশাবাদী তিনি, সেকথাও জানালেন তিনি। শর্মিলার কথায়, “সারা খুব পরিশ্রম করে, ওর মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে। আমি জানি, ও একদিন সেটা অর্জন করবেই।” অন্যদিকে, অভিনেত্রী তথা ইব্রাহিমের পিসি সোহা আলি খান জানিয়েছেন, “এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মোটা চামড়া তৈরি করতে হয়। ট্রোলিংয়ের ভয় পেলে চলবে না।”
‘নাদানিয়া’-তে ইব্রাহিম ও খুশি ছাড়াও ছিলেন যুগল হংসরাজ, দিয়া মির্জা, সুনীল শেঠি এবং মহিমা চৌধুরি। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। ‘নাদানিয়া’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সংলাপ লিখেছেন ঈশিতা মৈত্র, যিনি এর আগে ‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’, ‘কল মি বায়ে’ এবং ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন।
