নিজস্ব সংবাদদাতা: পারিবারিক গল্পে জমে উঠেছে স্টার জলসার 'তেঁতুলপাতা'। ইতিমধ্যেই ঋষিকে বিয়ে করে তেঁতুলপাতায় এসে উপস্থিত ঝিল্লি। বাড়ির কয়েকজনের মনে জায়গা করতে পারলেও এখনও শাশুড়ির মন জিততে পারেনি ঝিল্লি। এদিকে ঋষির মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে সে। কিন্তু সুখ বেশিদিন সহ্য হয় না তার কপালে। তাই উড়ে এসে জুড়ে বসতে চলেছে নতুন ঝামেলা।
গল্পে আসছে এক নেতিবাচক চরিত্র। সূত্রের খবর, ঋষির লন্ডন ফেরত বন্ধু জেহ ওরফে জয়দীপ চক্রবর্তী আসছে তেঁতুলপাতায়। এই চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চরিত্রে থাকছে ধূসর ছায়া। ঋষির বন্ধু হিসাবে এসে সে ক্ষতি করবে তেঁতুলপাতার। এমনকী তার হাত থেকে রেহাই পাবে না ঝিল্লিও। কিন্তু ভাল মানুষের মুখোশের আড়ালে জয়দীপের আসল চেহারা কি সবার সামনে আনতে পারবে ঝিল্লি? এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, সৌম্যকে ছোটপর্দায় দেখা যাচ্ছে বেশ অনেকদিন পর। ছোটপর্দা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হলেও এখন বড়পর্দা থেকে সিরিজের দুনিয়ায় পরিচিত মুখ তিনি। দর্শক তাঁকে দেখেছেন বিভিন্ন চরিত্রে। আর বলাই বাহুল্য সবক'টি চরিত্রই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আর এবার ধূসর চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। তেঁতুলপাতায় তাঁর হাত ধরে কোন চমক আসে সেই অপেক্ষায় দর্শক।
