সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ট্র্যাজেডি 'সনম তেরি কসম'–এর সিক্যুয়েল নিয়ে উত্তেজনা তুঙ্গে। গুঞ্জন উঠেছে, ছবির সিক্যুয়েলে শ্রদ্ধা কাপুরকে দেখা যেতে পারে মুখ্যভূমিকায়! খবর, পাকিস্তানি অভিনেত্রী মরওয়া হোসেন নিয়ে বিপুল বিতর্কের জেরেই নাকি এহেন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনে মরওয়া হোসেনের পক্ষে আবার বলিউডে কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেই শোনা যাচ্ছে।

 

২০১৬ সালের এই ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার ইঙ্গিত দেন। জানতে চাওয়া হয় সিক্যুয়েলে হর্ষবর্ধন রানে তো ফের ‘ইন্দর’ চরিত্রে ফিরছেন, তবে এবার কি শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে কি তাঁর বিপরীতে? এই প্রশ্নের উত্তরে রাধিকা বলেন, “শ্রদ্ধাকে প্লিজ ট্যাগ করে দাও!”— আর এই মন্তব্যেই জল্পনার আগুনে ঘি পড়ে যায়। প্রথম ছবির শেষে মরওয়ার চরিত্র ‘সারু’ তার প্রেমিক ‘ইন্দর’-এর কোলেই মারা যান। তাই সিক্যুয়েলে নতুন চরিত্রের আগমন পুরোপুরি সম্ভব।

 

 

শ্রদ্ধা কাপুরের স্টারডম এখন তুঙ্গে। ‘স্ত্রী ২’–এর পর তাঁকে ঘিরে বলিউডের প্রত্যাশা আরও বেড়েছে। এমনকী এও শোনা যাচ্ছে, ম্যাডক ফিল্মসের আগামী ৮টি হরর কমেডি সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শ্রদ্ধা-কে।

 

তবে সনম তেরি কসম-এর অনুরাগীরা কি এই নতুন কাস্টিং মেনে নিতে প্রস্তুত? ভারত-পাকিস্তানের সংঘর্ষের পর অনেকেই শ্রদ্ধার সম্ভাবনায় খুশি। তবে শেষ সিদ্ধান্ত নেবেন পরিচালকদ্বয়ই, তবে আপাতত বলিউডে এই সিক্যুয়েল নিয়েই চর্চা তুঙ্গে।