সংবাদ সংস্থা মুম্বই: তাঁর একটি মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়লেন ‘স্ত্রী ২’র পরিচালক অমর কৌশিক । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘স্ত্রী’-তে শ্রদ্ধা কাপুরের কাস্টিংয়ের পুরো কৃতিত্ব প্রযোজক দীনেশ বিজনের। দীনেশ এক বার বিমানে নায়িকার সহযাত্রী ছিলেন। পাশে বসে কথা বলতে বলতে এসেছেন। তার পরেই আমায় জানিয়েছিলেন, বাস্তবেও শ্রদ্ধা পুরো পেত্নীর মতো হাসে...এরকমই কিছু একটা বলেছিল। তারপর যখন 'স্ত্রী' ছবির প্রস্তাব নিয়ে শ্রদ্ধার কাছে গিয়েছিলাম, প্রথম কথা শ্রদ্ধা যা আমি বলেছিলাম, তা হল -একটু হেসে শোনাও তো।" যদিও অমর এই মন্তব্যের পরেই “সরি শ্রদ্ধা” বলে মুচকি হেসেছিলেন, বিষয়টি অনেকে দর্শক-শ্রোতার রুচিতে বেধেছে।
এই ভিডিও ভাইরাল হতেই অমর কৌশিকের উপরে খড়্গহস্ত নেটপাড়ার বাসিন্দারা। ‘স্ত্রী’ পরিচালকের মন্তব্যটিকে মোটেই হালকাভাবে নেয়নি তারা। শ্রদ্ধার ভক্তদের কেউ লিখেছেন, “নায়িকাকে নিয়ে এইরকম কুরুচিকর মন্তব্য করতে পারেন একজন পরিচালক?” আরেকজন বলেন, “সিনেমা জনপ্রিয় হলে সব কৃতিত্ব অভিনেত্রীর, কিন্তু পরে তাঁকেই উপহাস করা হয়, অপমান করা হয়?” অনেকে মনে করিয়ে দেন, ‘স্ত্রী ২’-এর সাফল্যে শ্রদ্ধার অবদান অনস্বীকার্য—আর সেই নায়িকাকেই এবার পেত্নী বলে অপমান! অধিকাংশের বক্তব্য, " এই তো অবস্থা। নিজের ছবির ইউনিটের পুরুষ সহকর্মীরাই মহিলা সহকর্মীকে সম্মান জানাতে পারছেন না প্রকাশ্যে অপমান করছে!"
অবশ্য এই বিতর্কের মাঝেই ম্যাডক ফিল্মস ঘোষণা করেছে, ‘স্ত্রী ৩’ মুক্তি পাচ্ছে ২০২৭ সালের ১৩ আগস্ট, আগের মতোই হরর আর কমেডির মিশেলে।
