নিজস্ব সংবাদদাতা: বছরের আর বাকি দিনগুলো তেমনভাবে সময় দিতে না পারলে দুর্গাপুজো মানেই কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো। তাই এবছরের পুজোয় কি আরও কাছাকাছি রণজয়-শ্যামৌপ্তি? একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট না করলেও পুজোয় একে অপরের সঙ্গেই ছিলেন এই দুই তারকা। 

 

স্টার জলসার 'গুড্ডি' ধারাবাহিক থেকে অনস্ক্রিন এবং অফস্ক্রিন দু'ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে ওঠেন রণজয়-শ্যামৌপ্তির জুটি। তাঁদের প্রেমের খবরও শোনা যায় সেই সময়। যদিও আজও সেই কথা স্বীকার করেননি কেউই। তবে এবার পুজোয় একসঙ্গে সময় কাটালেন এই জুটি। যদিও একে অপরের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি দু'জনের কেউই। তবে একই জায়গায় ছবি পোস্ট করেছেন দু'জনেই। 


তবে তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধুর সামাজিক মাধ্যমে দেখা গেল রণজয়-শ্যামৌপ্তির ছবি। তবে কি নিজেদের সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রাখতে চাইছেন দু'জনে? তাই এত আড়াল? সোহিনী-রণজয়ের প্রাক্তন প্রেম নিয়ে নানা বিতর্ক শুরু হয় কিছুদিন আগে। একে অপরের বিরুদ্ধে আইনজীবীর পরামর্শ নিয়েছেন বলেও জানা যায়। এরই মাঝে হয়তো নতুন করে এই সম্পর্ক নিয়ে আলোচনা হোক তা চাননি রণজয়-শ্যামৌপ্তি। তাই রনজয় বাকি বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করলেও শ্যামৌপ্তির সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়।


'গুড্ডি' ধারাবাহিক চলাকালীন শোনা গিয়েছিল তাঁদের প্রেমের কথা। সেই সময় একবার বিচ্ছেদ হয় রণজয়-সোহিনীর। এরপর আবার নতুন করে প্রেম শুরু করেন তাঁরা, তবে তা আর বেশিদিন টেকেনি। এইসময়ই কি একে অপরের কাছাকাছি আসে রণজয়-শ্যামৌপ্তি? যদিও তা এখনও জানা যায়নি।