চ্যানেলে একের পর এক ধারাবাহিক যেমন আসছে, তেমনই শেষ হয়ে যাচ্ছে পুরনো মেগা। বছর ঘুরতেই ইতি টানছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক। শেষ হচ্ছে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র পথ চলা। এই মেগায় জুটি বেঁধেছিলেন তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে। বহু বছর পর আবারও একসঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার শেষ হচ্ছে তাঁদের একসঙ্গে পথ চলা।
ইতিমধ্যেই শেষদিনের শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। শেষদিনে তারকাদের মন খারাপ তো বাঞ্ছনীয়। সমাজমাধ্যমে মন খারাপের কথা ভাগ করে নিয়েছেন পর্দার 'আলো' ওরফে পায়েল দে। পায়েল জানিয়েছেন, 'আলো' চরিত্রে অভিনয় করতে করতে তাঁর মনের খুব কাছের হয়ে উঠেছে এই চরিত্রটি। এছাড়াও, এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন যে রূপটান শিল্পীরা, তাঁদেরকেও ওই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন পায়েল।

এই ধারাবাহিকের নিত্য নতুন মোড় দারুণ পছন্দ করেছিলেন দর্শক। প্রতি সপ্তাহেই আলো-রুদ্রর জুটির জনপ্রিয়তা ধরা পড়ত টিআরপি তালিকায়। এই ধারাবাহিক শেষ হওয়ার খবরে তাই মন খারাপ অনুরাগীদের।

গল্পের মোড়ে নতুন রূপে দেখা গিয়েছিল আলোকে। সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র গল্পে এসেছিল নতুন মোড়। দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে। সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প।
আরও পড়ুন: বিরাট শোকের ছায়া সঙ্গীত জগতে! প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিরূপ গুহঠাকুরতা
সিংহ রায় পরিবারের বড়ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছিল অনেকদিন আগেই। একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছিল তারা। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।
গল্পে কিছুদিন আগেই আলো ও রুদ্রর মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা যায়, নিখোঁজ রুদ্র। আলোই তাকে পিছন থেকে এসে ছুড়ি মারে। ছুড়ির আঘাতে জ্ঞান হারায় রুদ্র। তারপর একটা অন্ধকার জায়গায় এনে রাখা হয় তাকে। বাড়ির সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। রুদ্র মনে মনে ভাবতে থাকে, আলো কেন এরকম করল তার সঙ্গে? কোন অপরাধের শাস্তি তাকে দিল আলো?
এমন প্রশ্ন ঘুরতে থাকে দর্শকের মনেও। দেখা গিয়েছিল, রুদ্র কোথায় আছে তা জানতে পারে আলো। সে খবর পেয়েই ছুটে যায় রুদ্রর কাছে। তাকে বদ্ধ ঘর থেকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু রুদ্র, আলোকে বিশ্বাস করতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে, কেন খুন করতে চেয়েছিল আলো?
রুদ্রর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আলো। সে জানায়, প্রাণ থাকতে এমন ভাবনাও আসবে না তার মনে। তবে কে তাকে মারতে চেয়েছিল? এই প্রশ্ন যখন রুদ্রর মনে, তখন সামনে আসে আলোর মতোই দেখতে একজন। সে এসে ভয়ঙ্কর হাসি হেসে জানায়, শেষবারের মতো রুদ্রকে জানতে হবে, কে তাকে মারতে চেয়েছিল? তাকে দেখে অবাক হয়ে যায় আলো-রুদ্র দু'জনেই। তবে কি সে জয়া? না জয়ার ছদ্মবেশে আলো? সে বলছে সত্যি কথা? আর কার কথাই বা মিথ্যা? কিছুই বুঝতে পারে না রুদ্র। সে বুঝতে পারে গভীর চক্রান্ত চলছে তার চোখের সামনেই। এরপর সব সত্যিটা সামনে আসে। মিল হয়ে যায় আলো ও রুদ্রর।
প্রসঙ্গত, ধারাবাহিকের শেষদিনের শুটিং হয়ে গেলেও, এখনও শেষ সম্প্রচার হয়নি। এই বছর মহালয়ায় দুর্গা রূপে থাকছেন পায়েল দে। মহাদেব রূপে দেখা যাবে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে।
