আবারও ফিরছে রাগিনী! সানি লিওনের শরীরী আবেদন নিয়ে ২০১৯ সালে হাজির ‘রাগিনী এমএমএস রিটার্নস’। ২০১১ সালে এই ছবির প্রথম পর্ব নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ছিল ভালই। এবার আসছে এর তৃতীয় পর্ব। অর্থাৎ ইতিমধ্যেই একতা কাপুর 'রাগিনী এমএমএস ৩'-এর পরিকল্পনা শুরু করেছেন। 

 


একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি 'রাগিনী এমএমএস'-এর পরবর্তী অংশের কেন্দ্রীয় চরিত্রে কাকে দেখা যাবে? এই জল্পনা উসকে দিয়েছিল বলিপাড়ায়। তবে এবার আর লুকোছাপা নয়, জানা যাচ্ছে অভিনেত্রী তমান্না ভাটিয়াকে দেখা যেতে চলেছে এই ছবির মুখ্য ভূমিকায়।

 

এই ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, “একতা কাপুর বেশ কিছুদিন ধরেই রাগিনী এমএমএস-এর তৃতীয় অংশ তৈরি করতে চাইছিলেন। এই ইরোটিক হরর ট্রিলজির জন্য তিনি চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন। অবশেষে তিনি রাগিনী এমএমএসের জগতের সাথে মিশে যাওয়ার জন্য একটি বিষয় পেয়েছেন এবং ২০২৫ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করার জন্য প্রস্তুত।”

সূত্রটি আরও উল্লেখ করেছে, “একতা তাঁর শুটিং সেটে তমান্না ভাটিয়ার সঙ্গে রাগিনী এমএমএস ৩-এর চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলেন এবং অভিনেত্রী ছবিটির ভৌতিক অংশের টুইস্ট শুনে হতবাক হয়ে গিয়েছিলেন। বরাবরের মতো এই ছবিতেও সঙ্গীতেরও দারুণ ভূমিকা রয়েছে। ইতিমধ্যেই এমন একটি গান তৈরি হচ্ছে যা দর্শকের মধ্যে  ঝড় তুলতে পারে।"

 

আরও পড়ুন: তুলকালাম কাণ্ড কপিল শর্মার শো-এ! শুটিং সেটেই ঝামেলা 'সানি' ও 'ববি' দেওলের মধ্যে, ভাইরাল ভিডিও 


তমান্নাকে দর্শক বলিউডের ভৌতিক ঘরানার ছবি 'স্ত্রী ২'-এ দেখেছিলেন। ওই ছবিতে দর্শকের কাছে যেন একেবারে ভিন্ন অবতারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এবার একেবারে 'রাগিনী' নিয়ে ফিরছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই তমান্নাকে এই ছবির মুখ্য চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর অনুরাগীরা। 

 

প্রসঙ্গত, ‘রাগিনী এমএমএস রিটার্নস'-এর গল্প একটু অন্যরকম। গল্পের মধ্যমণি অবশ্যই রাগিনী। একটি পোড়ো বাড়িতে যায় সে। বাড়ির এক রহস্য রয়েছে। সেটি উদঘাটন করতে চায় রাগিনী। এরপর ফ্ল্যাশব্যাকে চলে যায় গল্প। দেখা যায় বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করতে হোটেলে যায় গার্লস গ্যাং। কিন্তু হোটেলের ম্যানেজারের সঙ্গে জড়িয়ে পড়ে ওই দলেরই একটি মেয়ে। শুধু সে নয়, দলের অন্য সদস্যরাও সম্পর্কে জড়িয়ে পড়ে। কখনও আবার দুই মেয়ের মধ্যে তৈরি হয় সমকামী সম্পর্ক।

 

এমন অবস্থায় তাদের হাতে আসে ওইজা বোর্ড। সবাই ঠিক করে প্ল্যানচেট করবে তারা। আর তার জন্য ওই ওইজা বোর্ডটি ব্যবহার করবে। এরপরই শুরু হয় গন্ডগোল। মেয়েদের ডাকে আত্মা এসে পৌঁছয় হোটেলে। শুরু হয় অলৌকিক সব কাণ্ডকারখানা। জানা যাচ্ছে ঠিক এখান থেকেই শুরু হবে ছবির তৃতীয় ভাগের গল্প। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই শুরু হবে শুটিং। ছবিতে তমান্না ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কোন তারকাদের দেখা যেতে চলেছে তা যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।