আজকাল ওয়েবডেস্ক: অমিতাভ বচ্চনের ছোট্ট একটি মন্তব্য, আর তাতেই ফের জল্পনা শুরু হয়ে গেল ঐশ্বর্য রাই ও বচ্চন পরিবারের দূরত্ব নিয়ে। 'কৌন বনেগা ক্রোড়পতি'র একটি পর্বে পুত্রবধূকে নিয়ে 'বিগ বি'-র মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। 'কৌন বনেগা ক্রোড়পতি'র ষষ্ঠদশ সিজনে খেলতে এসেছিলেন প্রানুসা থামকে নামের এক প্রতিযোগী। তিনি অভিষেক জায়াকে নিয়ে প্রশংসাসূচক কথা বলতে শুরু করেন। তার পরেই ওই মন্তব্য করেন অমিতাভ।
ঠিক কী ঘটেছিল সেই পর্বে? প্রানুসা কথায় কথায় অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যের প্রশংসা করা শুরু করেন। প্রানুসা বলেন,“ঐশ্বর্য খুবই সুন্দরী।” জবাবে অমিতাভ বলেন, “হ্যাঁ আমি সে কথা জানি।” এর পর প্রানুসা আরও বলেন, “ওঁর সৌর্ন্দয্য ভাষায় প্রকাশ করা যায় না।” ঐশ্বর্যের সৌন্দর্য্যের রহস্য কী তা জানাতে অমিতাভকে অনুরোধ করেন প্রানুসা। তখনই অমিতাভ বলেন, “আপনাকে একটা কথা বলি, চেহারার সৌন্দর্য্য কয়েক বছরের মধ্যে হারিয়ে যায়। মনের সৌন্দর্য্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।” অমিতাভের এই মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। তবে কি পুত্রবধূর ব্যবহারে অখুশি বচ্চন?
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। প্রাথমিক ভাবে বলিপাড়ার অন্যতম সেরা দম্পতি বলে মনে করা হলেও, ১৮ বছরের দাম্পত্যে সম্প্রতি ফাটল ধরার আভাস মিলেছে। বলিপাড়ায় কিছু দিন আগেই জোর গুঞ্জন ওঠে, ঐশ্বর্যের সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চন পরিবারের। এমনকি অভিষেক নাকি পরকীয়াতে জড়িয়ে পড়েছিলেন বলেও খবর ভাসতে থাকে। যদিও বচ্চন পরিবার বা ঐশ্বর্য, কোনও দিক থেকেই এই নিয়ে কোনও রকম মন্তব্য আসেনি। এখন প্রশ্ন, সিনিয়র বচ্চনের “দেহ পট সনে নট সকলি হারায়” গোছের মন্তব্য কি সেই বিতর্কেই নতুন করে ঘি ঢালল?
